এমএম জামান, ফরিদপুর প্রতিনিধিঃ তরুনদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার, এই শ্লোগানের মধ্যদিয়ে, ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ৯.৪৫ মিঃ উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বোয়ালমারী পৌর শহরের প্রধান,প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে র্যালিটি পুনরায় উপজেলা পরিষদ চত্তরে এসে একত্র হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন , বোয়ালমারী উপজেলা নির্বাহি অফিসার তানভীর হাসান চৌধুরী,উপজেলা এসিল্যান্ড, লোলাম রাব্বানী সোহেল, উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিমউদদীন, বোয়ালমারী পৌর সচিব মনিরুজ্জামান সিকদার, সবুরুল হক প্রমুখ।
নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, উপজেলা, সিটি কর্পেরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, রাষ্টের এইসকল জাতীয় স্থানীয় দিবসে এ গুরুত্বপূর্ণ কাজ গুলো করবে।