শিরোনাম:
বেনাপোলে ভ্রমন কর জালিয়াতিতে সেই শামিম আবারো আটক, জালিয়াতির সরঞ্জাম জব্দ থানায় সেবা প্রত্যাশীদের ভালো আচরণের মাধ্যমে জনমনে আস্থা ফিরিয়ে আনতে হবে- নবাগত পুলিশ সুপার বেনাপোলে মাদক নির্মূলে পুলিশের অভিযান, গাঁজা সহ আটক-১ ফরিদপুরে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও ইফতার মাহফিল ফরিদপুরে রাতের আধারে সড়কের গাছ কাটলেন আ’লীগ নেতা, জব্দ করলেন ইউএনও বোয়ালমারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শার্শার অগ্রভুলোটে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, বোমা ও গুলিবর্ষণ,আহত-২ বেনাপোলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার  ফরিদপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল জনসমাবেশ লৌহজংয়ে অর্থ জালিয়াতি মামলায় স্বেচ্ছাসেবক দলের কর্মী গ্রেফতার

লৌহজংয়ে অর্থ জালিয়াতি মামলায় স্বেচ্ছাসেবক দলের কর্মী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সিগঞ্জের, লৌহজং উপজেলার, গাওদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মেহেদী হাসান খান বিদ্যুৎ কে অর্থ জালিয়াতি মামলার, গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি হিসেবে, গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ।

বাংলাদেশের পরিস্থিতি যখন টালমাটাল অবস্থা,
রাজনৈতিক দলগুলো যখন নিজেদের মাঠ গোছাতে ব্যস্ত। বিএনপি যখন দেশের সাধারণ মানুষের কাছে, বিপথগামী নেতাকর্মীদের নিয়ে, প্রশ্নবিদ্ধ কোণঠাসা অবস্থায়, ঠিক তখন এসব বিপথগামী নেতাকর্মীরা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে নিজেদের পকেট ভরতে ব্যস্ত। এসব নেতাকর্মীর জন্য বিএনপি জনপ্রিয়তা হারাচ্ছে দেশের সাধারণ মানুষের কাছে।

ঠিক এমনই তথ্য উঠে এসেছে বিএনপির অঙ্গ সংগঠন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মেহেদী হাসান খান বিদ্যুতের নামে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, বোন জামাই আওয়ামী লীগ কর্মী হওয়ার সুবাদে তার আশ্রয়ে, লৌহজংয়ের, মালির অংক বাজারে অটোরিকশা পার্সের ব্যবসা শুরু করে। পরিচয় গোপন রাখার শর্তে , পার্টসের ব্যবসার আড়ালে চোরাই ব্যাটারির ব্যবসার সাথে জড়িত ছিল বলে তথ্য পাওয়া যায়। ব্যবসা চলাকালীন অবস্থায় জনৈক ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়িক লেনদেন করার জন্য ৪,৫০,০০০ টাকার টাকার একটি চেক প্রদান করে। প্রতারণার উদ্দেশ্যে ব্যাংকে পর্যন্ত টাকা না রাখলে ডিজঅনার হয়। পরবর্তীতে টাকা নিয়ে টালবাহানা করলে ওই ব্যক্তি আদালতের শরণাপন্ন হয়ে বিদ্যুতের বিরুদ্ধে মামলা করে। মামলা হওয়ার পরে বিদ্যুৎ ব্যবসা বন্ধ করে গাঢাকা দেয়। পরবর্তীতে আদালতে আত্ম সমর্পণ করে জামিন নেয়।

ততদিনে আওয়ামী লীগ সরকারের পতন হলে নতুন রূপে আবির্ভাব হয় মেহেদি হাসান খান বিদ্যুতের। নিজস্ব ক্ষমতার বলে আদালতে হাজিরা দেওয়া বন্ধ করে দেয়। বিধি বাম, আইন তার নিজস্ব গতিতে চলে। হাজিরা না দেওয়ায় বিদ্যুৎ হয়ে যায় গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামি। লিপ্ত হয় চাঁদাবাজি সহ অবৈধ ড্রেজার ব্যবসায় । কথিত যুবদলের এক নেতার ছত্রছায়া গ্রামে তৈরি করেছে এক ত্রাসের রাজত্ব। বিদ্যুতের বিরুদ্ধে কেউ কথা বলতে চাইলেই তার উপর করতে যায় জুলুম, নির্যাতন। শান্তিপ্রিয় গ্রামবাসী তাই বিদ্যুতের বিরুদ্ধে কথা বলতে রাজি হয় না। নাম প্রকাশ না করা সত্ত্বে একাধিক গ্রামবাসী বলেন রাজনৈতিক দলের ব্যানারে এ ধরনের কর্মকাণ্ড দলকে হেও প্রতিপন্ন করছে। এমন ব্যক্তিদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান। গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হওয়াতে শনিবার দিন বিকেলে তাকে গ্রেফতার করে, রবিবার, মুন্সিগঞ্জ বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ