এম এম জামান, ফরিদপুর প্রতিনিধিঃ ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে, ফরিদপুরের বোয়ালমারিতে জামায়াত ইসলামীর উদ্দ্যোগে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(শনিবার) বিকেলে বোয়ালমারী পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালমারী পৌর সভা ও উপজেলার আয়োজনে, বিশাল এ জনসভা অনুষ্ঠিত হয়।
বোয়ালমারী জামায়াতে ইসলামী পৌর আমির মো, নিয়ামুল হাসানের
সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও (সাবেক এমপি,) এ এইচ এম, হামিদুর রহমান আযাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, শামচুল ইসলাম আল- বরাটী, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা মাওলানা মুহাম্মাদ বদরুদ্দীন।
ফরিদপুর-১ আসন, বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালি, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।
কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়েত ইসলামী ফরিদপুর শাখা, জনাব অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।