নিউজ ডেক্সঃ দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোলে একঝাঁক তরুণ সমাজকর্মী দ্বারা গঠিত “আলোর পথে” নামে একটি সামাজিক সংগঠন। সমাজের অসহায় মানুষের নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল্য লক্ষ্য। এরই ধারাবাহিকতায় বেনাপোল পুকুরপাড় মসজিদের ইমাম মুফতি আলমগীর হোসেনের ছেলে মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থী মাসুদ ট্রাকের সাথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়। এ খবর আলোর পথে’র সামাজিক সংগঠনের সদস্যরা জানতে পেয়ে প্রথম দফায় ১৫৭৯০ টাকা নগদ অর্থ প্রদান করে। এছাড়াও আজ রোববার (২৯ ডিসেম্বর) মাসুদের প্লাস্টিক সার্জারির কথা শুনে মাসুদের চিকিৎসার জন্য আলোর পথে’র ব্যানারে দ্বিতীয় দফায় নগদ আরো ১৩৪২০ টাকা দেওয়া হয়।
রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার সময় বেনাপোল নিত্যহাট মার্কেটের ফ্যাশন প্যালেস থেকে এ অর্থ সহযোগিতা করা হয়।
আলোর পথে সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক এস এম মারুফ বিল্লাহ বলেন, আমরা হতাশাগ্রস্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে তৃপ্তির হাসি পেতে চাই। সেকারণে আমরা সামাজিক কাজে দুর্বার গতিতে এগিয়ে যেতে চাই সব শ্রেণী পেশার মানুষগুলোকে সাথে নিয়ে।
তিনি আরও বলেন, আপনারা জানেন যে বেনাপোল পুকুরপাড় মসজিদের ইমাম মুফতি আলমগীর হোসেনের ছেলে মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থী মাসুদ ট্রাকের সাথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়। তার চিকিৎসার জন্য প্রায় ৬/৭ লাখ টাকা প্রয়োজন। খবর টা শুনে আলোর পথে সামাজিক সংগঠনের ব্যানারে দু’বারে ২৯২১০ টাকা আর্থিক সহযোগিতা করা হয়েছে। এছাড়াও তার চিকিৎসার জন্য আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান। একইসাথে সমাজের বিত্তশালীদের মাসুদের চিকিৎসায় এগিয়ে আসার জন্য আহ্বানও করেন তিনি।