স্টাফ রিপোর্টারঃ দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোলে একঝাঁক তরুণ সমাজকর্মী দ্বারা গঠিত “আলোর পথে” নামে একটি সামাজিক সংগঠন। সমাজের অসহায় মানুষের নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল্য লক্ষ্য। এরই ধারাবাহিকতায় বেনাপোল পুকুরপাড় মসজিদের ইমাম মুফতি আলমগীর হোসেনের ছেলে মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থী মাসুদ ট্রাকের সাথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়। তার চিকিৎসার জন্য আলোর পথে’র ব্যানারে আজ প্রথমধাপে নগদ ১৫,৭৯০ টাকা দেওয়া হয়।
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় বেনাপোল নিত্যহাট মার্কেটের ফ্যাশন প্যালেস থেকে এ অর্থ সহযোগিতা করা হয়।
আলোর পথে সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক এস এম মারুফ বিল্লাহ বলেন, বিপদগ্রস্ত মানুষের দুঃখ দেখে যদি না কাঁদে তোমার মন, তবে কিসের মানুষ তুমি! তুমি সমাজের নিষ্প্রয়োজন। আমি ও আমার সংগঠন সমাজের মানুষের সাথে মিশে সমাজের জন্য নিষ্প্রয়োজন হতে চাই না। আমার সংগঠন সব সময় সমাজ ও সমাজের মানুষের জন্য কাজ করতে চাই। অনেক সময় ভালো কাজ করতে গিয়ে কিছু মানুষ দ্বারা হোঁচট খেয়েছি তবুও থেমে নেই আমরা। আমরা জানি ভালো কাজে খারাপ মানুষের বিদঘুটে স্বভাব সামনে আসবে কিন্তু সেটা ভালো কাজের কাছে বেশ দুর্বল। আমরা হতাশাগ্রস্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে তৃপ্তির হাসি পেতে চাই। সেকারণে আমরা সামাজিক কাজে দুর্বার গতিতে এগিয়ে যেতে চাই সব শ্রেণী পেশার মানুষগুলোকে সাথে নিয়ে।
তিনি আরও বলেন, বেনাপোল পুকুরপাড় মসজিদের ইমাম মুফতি আলমগীর হোসেনের ছেলে মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থী মাসুদ ট্রাকের সাথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়। এমনকি এ দুর্ঘটনায় তার পায়ের হাড় কয়েক খন্ড হয়ে গেছে। বর্তমান তার চিকিৎসার জন্য প্রায় ৬/৭ লাখ টাকা প্রয়োজন। তার চিকিৎসার জন্য প্রথমধাপে নগদ ১৫,৭৯০ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও তার চিকিৎসায় আমাদের আর্থিক সহযোগিতা অব্যাহত থাকবে। একইসাথে সমাজের বিত্তশালীদের মাসুদের চিকিৎসায় এগিয়ে আসার জন্য আহ্বানও করেন তিনি।