বিশেষ প্রতিনিধিঃ অ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগের সহযোগী হিসেবে দীর্ঘদিন ফ্যাসিবাদ কায়েমে ভূমিকা রাখা জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার আইনী প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, ১৯৮৪ থেকে ৯০ সাল পর্যন্ত জাপা স্বৈরাচার প্রতিষ্ঠা করে দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল। সাম্প্রতিক সময়েও তারা গণমানুষের পাশে না থেকে আওয়ামী লীগের সকল অপকর্মের সাথী হয়েছে।
শনিবার দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, নুরুল হক নুরের উপর হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা হলেও এটি ন্যাক্কারজনক ও অগ্রহণযোগ্য। হাসিনা ও তার অনুগতদের প্রতি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই এই ধরনের ঘটনা ঘটছে। তবে সরকার কখনোই বিশৃঙ্খলাকে প্রশ্রয় দিচ্ছে না, আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ এখন এক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমরা জীবন দিয়েছে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে। এই বাংলাদেশে কোনো দুর্নীতিবাজকে মাথা তুলতে দেওয়া হবে না। দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করতে সরকার বদ্ধপরিকর।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, পতিত সরকারের সময়ে বেসরকারি স্কুল-কলেজে নিয়োগ বাণিজ্যের ঘটনা সবার জানা। “আপনারা সাহস করে প্রকাশ করুন কে কে টাকা নিয়েছিল। আমরা মাটি খুঁড়ে হলেও দুর্নীতিবাজদের বের করে আনবো।
এ সময় তিনি ব্রিটেনের ইতিহাস তুলে ধরে বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে সেখানে স্বৈরশাসকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছিল। ১৬৬১ সালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত অলিভার ক্রমওয়েলসহ তিনজনের মরদেহ কবর থেকে তুলে প্রতীকী বিচার করে ফাঁসিতে ঝুলানো হয়। এরপর আর কোনো স্বৈরশাসক সাহস পায়নি।
ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. আমানুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকরসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী সফরে অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন, জেলা ডায়াবেটিক সমিতি পরিদর্শন ও শৈলকুপায় শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।##