শিরোনাম:
যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতের বৌদ্ধ তীর্থে গেছেন ৭০ জন তীর্থযাত্রী বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে পিস্তলসহ যুবক আটক “গোলাম মোস্তফা মডেল স্কুল এন্ড কলেজে” ভর্তি চলছে! বেনাপোল মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন; যশোর-১ শার্শার প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ আজকের রাত পোহালেই আগামীকাল রোববার ৭ই জানুয়ারি সকাল ৮টা থেকে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ব্যালট বাক্সসহ ভোট গ্রহণ সংক্রান্ত মালামাল পাঠিয়ে দেয়া হচ্ছে কেন্দ্রে।

যশোর-১ (শার্শা) আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে লড়ছেন তিনবারের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও ট্রাক প্রতীক স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন।

এ আসনে জাতীয় পাটি অংশ গ্রহণ করলেও হাড্ডাহাড্ডি ভোট লড়াই হবে আ.লীগের নৌকা ও ট্রাকের মধ্যে। অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে নির্বাচন নিয়ে বেশ কানাঘোসা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শ্বস্তির নিঃশ্বাস পড়তে শুরু করেছে সাধারণ ভোটাদের মাঝে।

সরেজমিনে বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বললে তারা বলেন, ভোট একটি দিনের কিন্তু সম্পর্ক সারাজীবনের। তাই আমরা এই নির্বাচনটা চাই সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ। এসময় তারা আরও বলেন, ভোট যেন ভযের না হয়, কেন্দ্রে যেতে যেন কোন বাধা না আসে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান সাধারণ ভোটারা।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, যশোর-১ (শার্শা) আসনে অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে নির্বাচন হবে। কোন রকম ভোট কেটে বা জাল ভোট দিয়ে ব্যালট বক্স ভরার সুযোগ নেই। প্রতিটি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী, ম্যাজিস্ট্রেট দ্বায়িত্ব পালন করবেন। নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য সবার সহযোগীতা প্রয়োজন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়ন এর অধিনায়ক বলেন, যশোর-১ (শার্শা) আসনে সব ধরণের ঝুঁকিমুক্ত ও সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোটারের ভোটাধিকার রক্ষায় বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকায় সর্বদা টহল সেবা প্রদান করবেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, আমাদের এখানে পর্যপ্ত পরিমাণ মোবাইল টিম, র‌্যাবের টিম, বিজিবি টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছি। সুতরাং ভোটাদের ভয়ের কোন কারণ নেই। সুষ্ঠ ও নিরাপক্ষ ভোটদানে যাতে কোন প্রকার বাধা সৃষ্টি না হয় সেদিকে আমরা সর্বদা সজাগ আছি। এরপরও যে কোন সমস্যা সমাধানে তৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ আসনে মোট ২ লাখ ৯৪ হাজার ৬৯২ জনের ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ