শিরোনাম:
ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে সেনাবাহিনী বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম বেনাপোলে ভ্রমন কর জালিয়াতিতে সেই শামিম আবারো আটক, জালিয়াতির সরঞ্জাম জব্দ থানায় সেবা প্রত্যাশীদের ভালো আচরণের মাধ্যমে জনমনে আস্থা ফিরিয়ে আনতে হবে- নবাগত পুলিশ সুপার বেনাপোলে মাদক নির্মূলে পুলিশের অভিযান, গাঁজা সহ আটক-১ ফরিদপুরে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও ইফতার মাহফিল ফরিদপুরে রাতের আধারে সড়কের গাছ কাটলেন আ’লীগ নেতা, জব্দ করলেন ইউএনও বোয়ালমারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শার্শার অগ্রভুলোটে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, বোমা ও গুলিবর্ষণ,আহত-২ বেনাপোলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 

বেনাপোল বর্ডার ক্রস অনলাইন পেইজগুলো প্রতারণার ফাঁদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ অনলাইনে ব্যবসার নামে প্রতারণার ফাঁদ নতুন কিছু নয়। দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোলকে ঘিরে মানুষের জল্পনা-কল্পনারও যেন শেষ নেই। আর এই সুযোগটা কাজে লাগিয়ে কিছু অসাধু ফেসবুক ব্যবহারকারি বর্ডার ক্রস নামে একাধিক পেইজ খুলে যেমন দুর দুরান্তের মানুষের হয়রানি করছে, ঠিক তেমনি কৌশল অবলম্বন করে নীরবে মানুষের পকেট কাটছে।

ফেসবুকে- বর্ডার ক্রস বাইক, বর্ডার ক্রস বাইক মার্কেট, বেনাপোল বর্ডার ক্রস ফোন বিক্রি, মামুন ভ্যারাইটিজ স্টোর, বর্ডার ক্রস বাইক সেল, বিডি বাইক বাজার, অনলাইন কাস্টমস বাইক বিডি, বিডি কাস্টমস বাইক শপ নামে একাধিক পেইজে অল্প মূল্যে আকর্ষণয়ি বাইক, মোবাইল ফোনসহ বিভিন্ন সময়ে বিভিন্ন পণ্যের ছবি দিয়ে নানা ফন্দিতে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। বিশেষ করে অল্প টাকায় ভালো কিছু দেখে এসব অনলাইনে সবচেয়ে বেশি প্রতারণার শিকার হচ্ছে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও কম আয়ের মানুষগুলো।

প্রতিদিন দেশের বিভিন্ন দুর দুরান্ত থেকে এই সমস্ত ফেসবুক পেইজে দেখে বেনাপোলে আসছেন। এসে অনলাইনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে ভূয়া পেইজ ব্যবহারকারীরা তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আসতে বলছে অথচ সে সব জায়গার কোন অস্তিত্বই নেই। আর সব শেষে ভুক্তভোগীর নম্বর ব্লকলিস্টে দিচ্ছে প্রতারক চক্র আইডিগুলো। পরে খোঁজখবর নিয়ে তারা জানতে পারেন উক্ত যে পেইজ দেখে এতো দুরে ছুটে আসা আসলে সেটি ভুয়া।

সোমবার (১ অক্টোবর) দুপুরে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার বাসিন্দা মোঃ মেলুয়ারউজ্জামান নামে একজন ভুক্তভোগী বলেন, মামুন ভ্যারাইটিজ স্টোর অনলাইনে বাচ্চাদের দামি দামি গাড়ি ও স্মার্ট টিভি’র বিজ্ঞাপন দেখে তাদের দেওয়া অনুসারে এসে জানতে পারে এ নামে কোন প্রতিষ্ঠান নাই। যে মার্কেটের কথা বলা হয়েছে সেটাও বাংলাদেশের নয় বরং ভারতের পেট্টাপোলের হাজি মার্কেট।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, এভাবে প্রতিদিন প্রায় অর্ধশতাধিক লোক এসে অস্তিত্বহীন বিভিন্ন প্রতিষ্ঠানকে খোঁজ করে। যার কোন হদিস নেই।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, উপরোক্ত বিষয়টি নিয়ে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি নিরালস ভাবে কাজ করে যাচ্ছে। আসা করি দ্রুত সময়ের মধ্যে এই সমস্ত ভূয়া আইডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ