
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) রাত ১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া’র নির্দেশে একদল চৌকস পুলিশ বেনাপোল পোর্ট থানাধীন পলাতক আসামি গাজীপুর গ্রামস্থ ফারুক হোসেনের ছেলে মামুন হোসেন (২৪) এর বসতবাড়ির উত্তর পাশে অভিযান পরিচালনাকালে অভিনব কায়দায় ট্রাকের টায়ারের ভেতরে লুকিয়ে রাখা ২৫০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, এ সংক্রান্তে পলাতক আসামি মামুন হোসেন সহ অজ্ঞাতনামা ২ জন আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।