বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ থানাধীন নাইট্টংপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ বিদেশী মদ ও বিয়ার জব্দসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
গ্রেফতারকৃত মাদক জাহাঙ্গীর আলম (২৩) সে কক্সবাজারের টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া গ্রামের হাবিব উল্লাহ’র ছেলে।
দেশব্যাপী মাদকের বিস্তাররোধে র্যাব-১৫ কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনাসহ আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ পৌরসভাস্থ ০১নং ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকার জনৈক হাবিব উল্লাহ এর বসতঘরের ভেতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ সেপ্টেম্বর)বিকাল সাড়ে ৩টার দিকে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা কৌশলে ঘর থেকে পালিয়ে যাওয়ার সময় একজন মাদক কারবারীকে আটক করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত জাহাঙ্গীর আলম জানায়, তারা বাঁশের বেড়া ও টিনের ছাউনীযুক্ত পূর্বমুখী বসতঘরের ভিতর বিদেশী মদের বোতল এবং বিয়ার মজুদ রয়েছে মর্মে জানায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক বসত ঘর তল্লাশী করে খাটের নীচে ও বিভিন্ন স্থানে থাকা প্লাষ্টিকের বস্তার ভেতর হতে সর্বমোট ৭২১ টি বিদেশী কাঁচের মদের বোতল ও ৩২৪ টি বিয়ার ক্যান উদ্ধার করা হয়।
এছাড়াও আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছানোর পূর্বেই আরও একজন মাদক কারবারী পালিয়ে যায় মর্মে ধৃত ব্যক্তি স্বীকার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ও পলাতক মাদক কারবারীদ্বয় পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিতে ছদ্মবেশ ও নানাবিধ অভিনব পন্থা অবলম্বনের মাধ্যমে মাদক পাচারের সাথে জড়িত। তারা বিয়ার ক্যান ও মদসহ অন্যান্য মাদকদ্রব্য অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে মজুদ করে এবং পরবর্তীতে মজুদকৃত মাদক টেকনাফ ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে মাদক বিক্রয় করে থাকে বলে জানায়।
উদ্ধারকৃত বিদেশী মদ ও বিয়ার ক্যানসহ ধৃত এবং পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।