শিরোনাম:
ডিবি পুলিশের হাতে জামায়াত নেতা’কে হত্যার ঘটনায় ৫ জন গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি শাহিন ফরিদপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে গাছের চারা বিতরণ আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন  বেনাপোলে গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার  ফরিদপুরে যুবদল নেতা পরিচয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল পাকা স্থাপনা নির্মাণ বেনাপোলে কম্বল, শাড়ি, ফেন্সিডিল ও মদ সহ মেহেরাব পরিবহন জব্দ  সরকারের যেকোনো প্রজেক্টের পেছনে একটা সৎ উদ্দেশ্য থাকে- এসিল্যান্ড ফারজানা বিক্রমপুর প্রেসক্লাবের কমিটি গঠন

কেন্দ্র দখলের অভিযোগে যশোর-১ স্বতন্ত্র প্রার্থী লিটনের ভোট বর্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোর-৮৫/১ (শার্শা) আসনে স্বতন্ত্র প্রার্থী’র ৫৫টি ভোট কেন্দ্রে পুলিং এজেন্ট ঢুকতে না দেওয়া ও ভোটারদের ভোট কেন্দ্রে বাঁধা দেওয়ায় অভিযোগ এনে ভোট বর্জন করেছেন যশোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন। তিনি জেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার সাবেক মেয়র।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার সময় ৩নং ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকের প্রার্থী আশরাফুল আলম লিটন।

সংবাদ সম্মেলনে যশোর-১ আসনে নৌকার প্রার্থী ও সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের বিরুদ্ধে কেন্দ্র দখলের পাশাপাশি ভোটে প্রভাব বিস্তার, ট্রাকের এজেন্টকে মারপিট, বের করে দেওয়াসহ বিভিন্ন অনিয়নের অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে আশরাফুল আলম লিটন বলেন, সারা দেশের মতো যশোর-৮৫/১ শার্শা আসনেও সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছিল। কিন্তু ভোট গ্রহনের ১০ মিনিটের মধ্যে পরপর ৫৫টি ভোট কেন্দ্র থেকে ম্যাসজ আসে ভোট কেন্দ্র থেকে আমার পুলিং এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে নৌকার সমর্থকরা। ভোটার ও কর্মীদের হুমকি ধামকি দেয়া হয়েছে। ৫৫ টি কেন্দ্র দখল করে নেওয়া হয়েছে। কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার বিষয়টি জানানো হলেও প্রশাসন ও নির্বাচনের দায়িত্ব পালন করা ম্যাজিস্ট্রেটরা কোনো ব্যবস্থা নেননি। বরং নীরব ভূমিকা পালন করেছেন। এখন যে পরিস্থিতি তাতে যেকোন মায়ের বুক খালি হতে পারে। আমি এমন ভোট চাই না।

সুষ্ঠু নির্বাচন হলে নৌকা প্রতীক শেখ আফিল উদ্দিন এর ১০ শতাংশ ভোট পড়বে না। কিন্তু তারা ৫০ শতাংশ ভোট দেখানোর প্রক্রিয়া চালাচ্ছে বলেও তিনি জানান।


এই ক্যাটাগরির আরো নিউজ