ঢাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন, নিহত-৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪

ডেক্স রিপোর্টঃ রাজধানীর গোলাপবাগে বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দগ্ধ হয়েছে বেশ কয়েকজন। দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিজিবি এবং র‌্যাব। প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনায় ঢাকা-মাওয়া রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা বিমানবন্দর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।


এই ক্যাটাগরির আরো নিউজ