এস এম মারুফ, স্টাফ রিপোর্টারঃ নির্বাচনী প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন যশোর-১ (শার্শা) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন। আজ বৃহস্পতিবার বিকালে শার্শা বাজারে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস কার্যালয়ের মাঠে নির্বাচনী দিক নির্দেশনা বক্তব্যের পর যশোর-বেনাপোল মহাসড়কে মিছিল নিয়ে উপজেলার মোড় প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে ফিরে আসেন। এ মিছিল ও জনসভায় কানায় কানায় পূর্ণ হয় ট্রাক সমর্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষে।
এসময় তিনি বলেন, যারা সাধারণ ভোটারদের নানাভাবে ভয় দেখায়, ভোটের অধিকার কেড়ে নিতে চাই, তারা আর যাই পারুক আপনাদেরকে ভালোবাসতে পারেনা। মানুষকে সম্মান দিতে পারে না। আমি আপনাদের পাশে আছি, থাকবো। জীবন থাকতে আপনাদের ছেড়ে, ভোটের মাঠ ছেড়ে আমি যাব না। ভোটারদের প্রতি আমার বিশ্বাস, ভোটারদের প্রতি আমার ভালোবাসা, ভোটারদের প্রতি আমার মায়া, শার্শার মানুষের যে গণজাগরণ আমি দেখেছি। শার্শার মানুষ পরিবর্তন চায়। যতো আবর্জনা দিয়ে কেউ ভোট আটকাতে যাক না কেন, এই আবর্জনা ভেসে চলে যাবে। আমরা পৃথিবীতে একবার এসেছি, একবারই চলে যাব। কিন্তু মিথ্যা, প্রতারক ও ওয়াদা ভঙ্গকারী হয়ে যেতে চাই না। জয় পরাজয় যাইহোক আমরা ভোটের মাঠে আমরা থাকবো বলে তিনি জানান।
উল্লেখ্য, গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি শার্শার বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও উঠোন বৈঠক করেন। উঠোন বৈঠকে হাজার হাজার নারী-পুরুষের ভিড় স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতিক) আশরাফুল আলম লিটনকে একনজর দেখার জন্য। বাহাদুরপুর ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওহাব এর সভাপতিত্বে ১৪নং ঘিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিপুল সংখ্যক সাধারণ ভোটারেরউপস্থিতিতে বক্তব্য রাখেন প্রধান অতিথি আশরাফুল আলম লিটন।
এসময় তিনি বলেন, আমি আপনাদের সন্তান, এই শার্শার সন্তান। বেনাপোল পৌর মেয়র হিসেবে প্রায় সাড়ে ১১ বছর পৌরবাসীকে সেবা করেছি। বিগত দিনে যেভাবে ছিলাম ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো। আমি চাই এই শার্শার আর্থ-সামাজিক উন্নয়নে পরিবর্তন দরকার। গত ১৫ বছরে তেমন কোন উন্নয়ন হয়নি এই আসনে। যশোর-১ (শার্শা) আসনের জনগণের ভাগ্যের পরিবর্তন করতে সংসদ নির্বাচনে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
এসময় তিনি আরও বলেন, অবহেলিত এই জনপদের উন্নয়নে আপনারা ঐক্যবদ্ধ হয়ে ৭ই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে উপস্থিত হবেন। উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানে এগিয়ে আসবেন। বঙ্গবন্ধুর কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদেরও ভোট করার নির্দেশনা দিয়েছেন। যাতে যোগ্য ও জনপ্রিয় প্রার্থীরা ভোটে জয়যুক্ত হয়ে জনগণের সেবা করতে পারেন। দীর্ঘ ১৫ বছরে শার্শা আসনের আর্থ-সামাজিক উন্নয়নে জন আকাংক্ষার প্রতিফলন ঘটেনি। যে কারণে আমি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছি। এলাকার উন্নয়নের স্বার্থে ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাকে জনগণের সেবা করার সুযোগ দিন।