বেনাপোলে গৃহবধু ফাতেমা হত্যায় স্বামীসহ আটক-৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন আমড়াখালি (কাগজপুকুর) গ্রামে গৃহবধু হত্যার ঘটনায় প্রধান আসামীর  আত্মসমর্পণ ও দুই ব্যক্তিকে গ্রেফতার  করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ফাতেমা হত্যাকান্ডের দ্বিতীয় ও তৃতীয় আসামী কাগজপুর এলাকায় অবস্থান করছে। এমন খবরে এসআই শংকর কুমার বিশ্বাস ও সঙ্গীয় ফোর্স নিয়ে উক্তস্থানে অভিযান চালিয়ে আমড়াখালী ব্রিজের উপর থেকে দ্বিতীয় আসামী সালাউদ্দিনের পিতা জুলহাস (৬৫)কে এবং কাগজপুকুর বাজার এলাকা থেকে তার মা সালেহা খাতুন (৪৮)কে গ্রেফতার করা হয়। একইদিনে হত্যা মামলার প্রধান আসামী গৃহবধুর স্বামী ট্রাক (ড্রাইভার) সালাউদ্দিন (৩৫) কোর্টে আত্মসমর্পণ করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, ফাতেমা হত্যা কান্ডে দুইজন আসামীকে গ্রেফতার করে যশোর আদালতে পাঠানো হয়েছে। এবং হত্যার মূল আসামী কোর্টে আত্মসমর্পণ করেছে।

এ হত্যাকান্ডে আর কেউ জড়িত থাকতে পারে কি-না জানতে চাইলে, তিনি জানান- আসামীদের বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার পর বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, চলতি মাসের ১৮ ডিসেম্বর দুপুরে ফাতেমা’কে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ফাতেমা’র ভাই মোঃ আশানুর রহমান নিহতের স্বামীকে প্রধান আসামী, শ্বশুরকে ২য় ও শ্বশুড়িকে ৩ নং আসামী উল্লেখ করে মামলা করে। এজহারে আরো বলা হয় ২ ও ৩ নং আসামীর হুকুমে ১নং আসামী সালাউদ্দিন ফাতেমার ব্যবহৃত ওড়না পেচিয়ে তার ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে হত্যা নিশ্চিত করে সালাউদ্দিন তার চালিত ট্রাক নিয়ে দ্রুত ঢাকার পালিয়ে যায়।এবং অপর আসামীরা কৌশলে সকলের অগোচরে অন্যত্র পালিয়ে যায়।


এই ক্যাটাগরির আরো নিউজ