বাদ পড়লেন হেভি ওয়েট প্রার্থী মাহী- সোহানা- কবির, থাকছে আপিলের সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপন এর সভাপতিত্বে এই যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। সকাল ১০ টা থেকে ১২ টা মুন্সিগঞ্জ – ১ আসন, বারোটা থেকে দুইটা মুন্সিগঞ্জ -২ আসন এবং ৩টা থেকে ৫টা মুন্সিগঞ্জ – ৩ আসনের যাচাই-বাছাইয়ের পর মনোনীত বৈধ প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়।

তিনটি আসনে মোট ৩২ জন থেকে যাচাই-বাছাইয়ে বাদ পড়লেন আটজন। বাদ পড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন মুন্সিগঞ্জ ১ আসনের মোট ১১ জন এর মধ্যে বৈধতা পেলেন ৮ জন। মনোনয়নপত্র বাতিল করা হলো তিনজনের। মুন্সিগঞ্জ দুই আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র বৈধ ছয়জনের, বাতিল করা হলো চারজনের। মুন্সিগঞ্জ – ৩ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থীর বৈধতা বাতিল করা হয়েছে। বাকি ১০ জন মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মাহি বি চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবির। মুন্সিগঞ্জ দুই আসনে বাদ পড়া প্রার্থীদের মধ্যে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহানা তাহমিনা অন্যতম। মুন্সিগঞ্জ – ৩ আসনে বাদ পড়া একমাত্র প্রার্থী বিএনএফ এর সুলতানা মমতাজ আহমাদ।


এই ক্যাটাগরির আরো নিউজ