দ্বাদশ সংসদ নির্বাচনে যশোরে নতুন দুই মুখ, অপরিবর্তিত নৌকার চার মাঝি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

নিউজ ডেক্সঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ রোববার বিকালে আওয়ামীলীগের চুড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

যশোর জেলার ৬টি আসনের মধ্যে ৪টি আসনে নৌকার মাঝি অপরিবর্তিত রেখে ২টি আসনে নতুন মুখ যুক্ত হয়েছে।
যশোর-২ (চৌগাছা- ঝিকরগাছা) আসনে নতুন মুখ সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জামাতা ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ তৌহিদুজ্জামান তুহিন, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের নতুন মুখ অভয়নগর উপজেলা আ’লীগের সভাপতি এনামুল হক বাবুল।
অপরদিকে নৌকার মাঝি অপরিবর্তিত রয়েছেন- যশোর-১ (শার্শা) আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, যশোর-৩ কাজী নাবিল আহমেদ, যশোর-৫ (মনিরামপুর) স্বপন ভট্টাচার্য ও যশোর-৬ (কেশবপুর) থেকে শাহিন চাকলাদার।
উল্লেখ্য, যশোরের ৬টি আসন থেকে মোট ৬৯ জন সম্ভাব্য প্রার্থী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম পূরণ করেছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ