এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোলে আবারও ট্রাভেল ট্যাক্স জালিয়াতি ঘটনায় দ্বিতীয় বারের মতো আটক হয়েছে বেনাপোল ট্যাভেলস্ এর সত্ত্বাধিকারি ও চেকপোস্টে ট্রাভেল ট্যাক্স জালিয়াতির আলোচিত শামীম।
সরকারি ভ্রমণকর জালিয়াতি ঘটনায় আটক শামীম চৌধুরী (৩২) সে বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর গ্রামের আঃ মমিনের ছেলে।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা ১২টার সময় চেকপোস্ট নিরাপত্তা বাহিনীর কাছে জালিয়াতির ভ্রমণকরসহ তাকে হাতেনাতে আটক করে । পরে তার প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ও প্রিন্টার মেশিন জব্দসহ তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ।
স্থানীয় অনেকে জানান, আটক শামীম সে দীর্ঘদিন যাবত প্রশাসনের নজর এড়িয়ে ভ্রমণকর ফাঁকি দিয়ে নিজের পকেট ভরছে। এর আগে ১৫ই জুলাই ২০২২ইং তারিখে সে একই কর্মে আটক হয়। শামীম ওই মামলায় জামিন পেয়ে থানা থেকে তার জব্দকৃত কম্পিউটার, প্রিন্টারসহ আনুসঙ্গিক জিনিসপত্র এনে আবারও বেনাপোল চেকপোষ্টে পূর্বের জালিয়াতির ব্যবসা চালু করে।
জানা যায়, প্রতিদিন মধ্য রাতে দেশের দুর পাল্লার যাত্রিবাহী পরিবহন গুলো বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে আসা মাত্র মিষ্টি ভাষী দালাল চক্র নানাভাবে সুবিধার কথা বলে এসমস্ত পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে পাসপোর্ট বই হাতিয়ে নেয়। কখনো কখনো তারা তাদের ঘনিষ্ঠ স্টোরে অথবা এন্টারপ্রাইজে নিয়ে অনলাইনে ভ্রমণকর দেওয়ার জন্য প্রাপ্ত টাকা নিলেও তারা ভ্রমণকর অনলাইনে না দিয়ে অন্যের পুরাতন রিসিট এডিট করে সরকারি রাজস্ব ফাঁকি দিচ্ছে। আর সরকার হারাচ্ছে রাজস্ব।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, পাসপোর্ট যাত্রীদের ট্যাক্স ফাকির দায়ে শামিম নামে একজন প্রতারককে আটক করা হয়েছে। এর আগেও তার নামে জাল ট্যাক্স কাটার অপরাধে মামলা হয়। সে মামলায় বর্তমানে জামিনে আছে। তাকে আদালতের মাধ্যমে যশোর জেল হাজতে পাঠানো হবে।