শিরোনাম:
ডিবি পুলিশের হাতে জামায়াত নেতা’কে হত্যার ঘটনায় ৫ জন গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি শাহিন ফরিদপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে গাছের চারা বিতরণ আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন  বেনাপোলে গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার  ফরিদপুরে যুবদল নেতা পরিচয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল পাকা স্থাপনা নির্মাণ বেনাপোলে কম্বল, শাড়ি, ফেন্সিডিল ও মদ সহ মেহেরাব পরিবহন জব্দ  সরকারের যেকোনো প্রজেক্টের পেছনে একটা সৎ উদ্দেশ্য থাকে- এসিল্যান্ড ফারজানা বিক্রমপুর প্রেসক্লাবের কমিটি গঠন

বেনাপোলে ২য় দফায় “আলোর পথে”র ঈদ পণ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

নিউজ ডেক্সঃ “একতাই শক্তি একতাই বল, মানব সেবায় এগিয়ে চল” এই প্রতিপাদ্য সামনে রেখে ও আত্ম মানবতার সেবায় এগিয়ে নিতে এবং সামাজিক উন্নয়ন, সহযোগীতামূলক বিভিন্ন কর্মসূচী গ্রহণ ও সুস্থ সমাজ বির্নিমান” এর লক্ষ্যে যশোরের শার্শা উপজেলার বন্দরনগরী বেনাপোলে একঝাঁক দায়িত্বশীল তরুন দ্বারা ২০২২ সালে গঠিত হয় “আলোর পথে” নামক একটি সামাজিক সংগঠন। গতকাল মঙ্গলবার প্রায় অর্ধশতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ পণ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করার পর একই দিনে একাধিক অসুস্থ অসহায় মানুষ সংগঠনে এসে তাদের দুরবস্থা জানালে, সংগঠন এই দুঃসময়ে তাদের পাশে থাকার ইচ্ছা প্রকাশ করে। এরই পরিপ্রেক্ষিতে আজ বুধবার (১০ এপ্রিল) সকালে ১১টার দিকে বাড়িতে বাড়িতে গিয়ে ঈদ পণ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদানে সহযোগিতা করে “আলোর পথে” নামক এই সামাজিক সংগঠনটি। 

পণ্য সামগ্রীর মধ্যে ছিল-  লাক্সা সেমাই, চিনি, গুঁড়ো দুধ, আলু, পেঁয়াজ, রসুন, শুকনো ঝাল, আদা, তৈল, চাউল, মষলা একই সাথে ঈদের দিন মাংশ কেনার জন্য নগদ অর্থ প্রদান করে।
আলোর পথে’র সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক এস এম মারুফ বলেন, এই ছোট্ট পৃথিবীতে আমরা মাত্র কয়েকদিনের অতিথি। আর এই স্বল্প সময়ে, সমাজের মানুষের জন্য কিছু করে না গেলে জীবনের আসল স্বাদটাই অপূর্ণ রয়ে যায়।তাই জীবনের পূর্ণতা আনতেই “আলোর পথে’র আগমন।
তিনি আরও বলেন, সংগঠন তৈরি করাটা সহজ কিন্তু সচ্ছলতার সাথে টিকিয়ে রাখা অনেক কঠিন। আমরা চেষ্টা করি সচ্ছলতার সহিত নিজেদের সততাটাকে ধরে রাখতে। এছাড়াও অতীতে অনেক দেখেছি মোবাইল ব্যাংকিংয়ে বেশ দুর্নীতি। কিন্তু আলোর পথে’র সেটাও থাকবে নির্ভুল ও সচ্ছলতার সাথে। আর স্বচ্ছতা রাখতে মোবাইল ব্যাংকিংয়ের সিম থাকবে সংগঠনের কাছে এবং পাসওয়ার্ড থাকবে উপজেলা কর্মকর্তার কাছে। আর এভাবেই স্বচ্ছতার মধ্য দিয়ে মানবতার কাজে এগিয়ে যেতে চাই ” আলোর পথে’র এই সংগঠনটি।
সংগঠনের অর্থ সম্পাদক সাংবাদিক মোঃ কুরবান গাজী বলেন, শত কাজের মধ্যেও সংগঠনের সামাজিক কাজগুলো আমাকে মনে করিয়ে দেয়- মানুষের জন্য, মানবতার ফেরিওয়ালা হওয়া প্রতিটি মানুষের খুবই জরুরি। তাই আমি আলোর পথে সংগঠনটি আমার প্রানের সংগঠন হিসেবে মনে প্রাণে মেনে নিয়েছি। যতোদিন এই পৃথিবীতে আছি সমাজের জন্য, সমাজের মানুষের জন্য কাজ করে যাব।
এসময় সংগঠনের সদস্যরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নিয়েছে আমাদের প্রাণের সংগঠনটি। সমাজের নিম্ন আয়ের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আগামীতেও এধরনের সামাজিক কাজ করতে সকলকে আলোর পথে এগিয়ে আসার আহ্বান করেন সংগঠনটির নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো নিউজ