দুইদিন পর শার্শা সীমান্ত দিয়ে বিজিবি সদস্যর গুলিবিদ্ধ লাশ হস্তান্তর করলো ভারতীয় বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ দুই দিন পর ভারতীয় বিএস এফ’র গুলিতে নিহত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য রইস উদ্দিন এর লাশ যশোর এর শার্শা সীমান্তের শিকারপুর দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ।

আজ বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টার সময় শিকারপুর সীমান্তর মুক্তিযোদ্ধা খামার পাড়া ও ভারতের গাঙ্গুলিয়া সীমান্তের ২৮ নং মেইন পিলার দিয়ে আনুষ্ঠানিক ভাবে লাশটি হস্তান্তর করা হয়।

বিজিবির লাশ হস্তান্তর এর সময় উপস্থিত ছিলেন ৪৯ বিজিবির অধিনায়ন লে, কর্নেল জামিল আহম্মেদ ও ভারতীয় বিএস এফ এর পক্ষে ছিলেন ১০৭ ব্যাটালিয়নের বিভিন্ন কর্মকর্তা। এঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক একে এম নাজমুল হাসান শার্শার সীমান্তর ধান্যখোলা ক্যাম্প পরিদর্শন করেন।

বিজিবি মহাপরিচালক সীমান্তের ধান্যখোলা ক্যাম্পে আসলে সাংবাদিকরা শীত- বৃষ্টি উপেক্ষা করে ও দীর্ঘ সময় অপেক্ষা করেও বিজিবি মহাপরিচালকের সাক্ষাৎ পাননি। এমনকি সাংবাদিকরা ক্যাম্পে প্রবেশ করতে চাইলে বিজিবি সদস্যরা প্রবেশ করতে দেয়নি।

উল্লেখ্য গত সোমবার (২২ জানুয়ারি) ভোররাতে বেনাপোলের ধান্যখোলা জেলে পাড়া সীমান্তে বিজিবি সৈনিক রইস উদ্দিনকে গুলি করে হত্যা করে ভারতীয় বিএসএফ।


এই ক্যাটাগরির আরো নিউজ