যশোর-১ শার্শা আসনে মনোনয়নপত্র জমা ৬ প্রার্থীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন (ফরম) জমা দেওয়ার শেষ দিনে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে যশোর-১ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রার্থীরা হলেন- যশোর-১ (শার্শা) আসনে আওয়ামিলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌর সভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন, আওয়ামীলীগের স্বতন্ত্র হিসেবে সোহরাব হোসেন, স্বতন্ত্র হিসেবে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নাজমুল হাসান, জাকের পার্টির সবুর খান ও জাতীয় পার্টির আক্তারুজ্জামান।

বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দীন আহম্মেদ বলেন, ৮৫ যশোর-১ আসনে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ৫ জন প্রার্থী শার্শা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র দাখিল করেছেন। আর নাজমুল হাসান (স্বতন্ত্র, আওয়ামীলীগ) যশোর ডিসি অফিসে মনোনয়ন পত্র দাখিল করেছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ