শিরোনাম:
ডিবি পুলিশের হাতে জামায়াত নেতা’কে হত্যার ঘটনায় ৫ জন গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি শাহিন ফরিদপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে গাছের চারা বিতরণ আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন  বেনাপোলে গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার  ফরিদপুরে যুবদল নেতা পরিচয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল পাকা স্থাপনা নির্মাণ বেনাপোলে কম্বল, শাড়ি, ফেন্সিডিল ও মদ সহ মেহেরাব পরিবহন জব্দ  সরকারের যেকোনো প্রজেক্টের পেছনে একটা সৎ উদ্দেশ্য থাকে- এসিল্যান্ড ফারজানা বিক্রমপুর প্রেসক্লাবের কমিটি গঠন

বেনাপোলে সংবাদ প্রকাশের পর পুলিশের ঝটিকা অভিযানে ১০ প্রতিষ্ঠানে তালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল চেকপোষ্টে পাসপোর্টধারী দেশ, বিদেশি যাত্রীদের সাথে প্রতারনা, ছিনতাই ও ভ্রমনকর জালিয়াতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ার পর বেনাপোল পোর্ট থানা পুলিশের ঝটিকা অভিযানে দালাল চক্রের ১০ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে আগে থেকে দোকান ফেলে পালিয়ে যায় প্রতারকরা।

এছাড়াও বুধবার (২২ নভেম্বর)  ভোরে  শারমিন ও জাকির নামে দুই পাসপোর্টধারীর কাছ থেকে ১০ হাজার টাকা প্রতারনার করে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ঝটিকা অভিযান আরো বেশি জোরদারের মাধ্যমে এসব দোকানে তালা দেওয়া হয়। এর আগেও একাধিকবার এসব দোকানে তালা ঝুলিয়ে প্রতারকদের আটক করা হয়। তবে প্রভাবশালীদের ছত্রছায়ায় এরা লালিত থাকায় বার বার ছাড়া পেয়ে আবারও প্রতারনায় যুক্ত হয়েছে।

পুলিশ  ও স্থানীয়রা জানায়,  প্রতারকরা  বাস স্ট্যান্ড, রেল ষ্টেশন ও বন্দর প্যাছেঞ্জার টার্মিনালের সামনে থেকে দ্রুত পাসপোর্টে কাজ করিয়ে দেওয়ার নাম করে এসব দোকানে বসাতো যাত্রীদের। পরে তাদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারনার মাধ্যে জাল ভ্রমন কর রশিদ তৈরী, কখনও সাথে থাকা  টাকার নাম্বার লেখার কথা বলে কৌশলে হাতিয়ে নিত অর্থ। এদের কেউ দোকানের নাম আবার কেউ নাম বিহীন ঘরে এসব প্রতারনার কার্যক্রম চালাতো।

প্রতারনার অভিযোগে তালা ঝুলানো দোকান ও দোকানের মালিকেরা হলেন, চৌধুরী মার্কেটের রবিউল ইসলামের মধুমতি ষ্টোর, ইবাদত হোসেন, মফিজুর রহমান, আমিন উদ্দিন, সজিদ মার্কেটের ইয়ামিন, ঢাকা হোটেলের পিছনে রিংকু মিয়া, রাজলক্ষি ষ্টোরের মুসা, পরিচালিত রেজাউল মার্কেটে মিলন, হোটেল ফ্রেসের এর পাশে শহিদুল এর দোকান।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, দেশে হরতাল অবরোধের কারণে, জনগণের জান-মালের নিরাপত্তার স্বার্থে বেনাপোল থানা পুলিশ দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আর এ কারনে বেনাপোল চেকপোস্ট এলাকায় নিয়মিত পুলিশের তৎপরতা কিছুটা বিঘ্ন ঘটায় দালাল চক্র সুযোগটা কাজে লাগায়। তবে গতকাল রাতে এবিষয়ে প্রকাশিত সংবাদ নজরে আসলে, সকাল থেকে আমি নিজে দালাল মুক্ত অভিযান পরিচালনা করে ১০ প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছি।

তিনি আরও বলেন, বেনাপোল থানাধীন এলাকায় যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ, মাদক নির্মূল, চুরি, ছিনতাই, দালাল ও প্রতারক চক্র নির্মূলে বেনাপোল পোর্ট থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 


এই ক্যাটাগরির আরো নিউজ