বেনাপোল সীমান্তে ১৬ টি ককটেল উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

এস এম মারুফ, ক্রাই, রিপোর্টারঃ যশোরের বেনাপোল সীমান্তের বালুন্ডা এলাকায় একটি পুকুর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬ টি ককটেল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) ভোরে ককটেল গুলো উদ্ধার করা হয়।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ জানতে পারে বালুন্ডা বাজারে পশ্চিম পাশে বালুন্ডা টু বারপোতা রাস্তার পাশে একটি পুকুর পাড়ে পরিত্যক্ত অবস্থায় ককটেল রয়েছে। এমন সংবাদে এসআই শংকর কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে কস্টেপ দ্বারা মোড়ানো ১৬টি ককটেল উদ্ধার করেন। তবে কে বা কারা ককটেল গুলো জড়ো করে রেখেছে তা এখনো জানা যায়নি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরো নিউজ