লৌহজংয়ে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি ও শেখ কামাল গোল্ডকাপ ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে মুন্সীগঞ্জ জেলা ব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ ই নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের পুকুরে এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এতে উপজেলার ৫০ জন বালক বালিকা প্রশিক্ষণ গ্রহণ করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুজাফর রিপন বিপিএএ । এ সময় তিনি শেখ কামাল গোল্ডকাপ ভলিবল টুর্নামেন্ট-২০২৩ এর ও শুভ উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহীক কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইলিয়াস শিকদার। উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম। জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আয়নুল হক স্বপন। জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট শামসুন্নাহার শিল্পী।

আরও উপস্থিত ছিলেন লৌহজং উপ‌জেলার বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ। বিভিন্ন ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যানবৃন্দ। বিভিন্ন ভলিবল দলের খেলোয়াড়বৃন্দ। সম্মা‌ণিত সু‌ধিবৃন্দ।সাংবা‌দিকবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এই ক্যাটাগরির আরো নিউজ