শিরোনাম:
বেনাপোল বন্দরে আল আরাফাত সিকিউরিটির বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ ফরিদপুরে ওসি’র অপসারণ চেয়ে মানববন্ধনের প্রস্তুতির সময়  বিএনপির ৪ নেতা গ্রেফতার  ওয়ারেন্টভুক্ত আসামি শামীম গ্রেফতার ৮ মামলার পলাতক আসামী কুখ্যাত মাদক সম্রাট টুকাই কবির গ্রেফতার ২১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার ভারত ভ্রমণে নতুন নিয়ম চালু করায় বেড়েছে পাসপোর্ট যাত্রী ভোগান্তি কক্সবাজার জুড়ে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপে র‌্যাবের কঠোর নজরদারি বাংলাদেশ নৌবাহিনী সাথে বেনাপোল পৌরসভার চুক্তি, স্থাপন ও নির্মান কাজের শুভ উদ্বোধন দুর্ধর্ষ স্বর্ণালংকার চুরি মামলার একজন আসামিকে চুরিকৃত স্বর্ণালংকারসহ গ্রেফতার শার্শায় সাংবাদিক মনির এর মুক্তির দাবিতে মানববন্ধন

ফরিদপুরে রায় ঈশান চন্দ্র ঘোষ ৮ দলীয় স্মৃতি  ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

এমএম জামান, বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধিঃ মাদককে না বলি, পাড়ায় পাড়ায় ফুটবল ও ক্রিকেট টিম গড়ে তুলি। বল্লেন শামসুদ্দিন মিয়া ঝুনু।

ফরিদপুরের বোয়ালমারীতে রায় সাহেব ঈশান চন্দ্র ঘোষ ৮ দলীয় স্মৃতি  ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটির উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু ।

 

উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহণ করে যশোরের কাজীপাড়া স্পোর্টিং ক্লাব ও পাশ্ববর্তী মধুখালী উপজেলার রাজিব স্পোর্টিং ক্লাব। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে খেলা শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যে সামসুদ্দিন মিয়া ঝুনু বলেন- ফ্যাসিস্ট সরকার শুধু রাষ্ট্রীয় অবকাঠামোই নয় এদেশের যুবসমাজকেও ধ্বংস করেছে। তাদের নেতাকর্মীদের দিয়ে পাড়া মহল্লায় গড়ে তুলেছিল মাদকের আস্তানা। এই যুব সমাজকে রক্ষায় আবার ব্যাপকভাবে খেলাধুলার চর্চা ফিরিয়ে আনতে হবে। আসুন মাদককে না বলি, পাড়ায় পাড়ায় ফুটবল ও ক্রিকেট টিম গড়ে তুলি। মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধোলাকে তরাণ্বিত করতে হবে।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের (অব) সহকারী পরিচালক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এসময়, অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নাজিমুদ্দিন মিয়া মিলু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা খান মফিজুর কাদের মিল্টন, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আমিনুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম কালা মিয়া, জাসাসের সাবেক সভাপতি শাহিন আনোয়ার।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ডা. আব্দুর সবুর বাচ্চু, ময়না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শিকদার, অধ্যাপক আবুল কালাম আজাদ, আলহাজ্ব সাইফুল ইসলাম ফুল মিয়া, তপন কুমার দাস, মো. রুহুল আমিন মুন্সি, মো. সুবাহান মোল্যা-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।  খেলায় রাজিব স্পোর্টিং ক্লাব ৩-২ গোল ব্যবধানে যশোর কাজীপাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়। আশপাশের হাজারো দর্শক খেলা উপভোগ করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ