শিরোনাম:
যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতের বৌদ্ধ তীর্থে গেছেন ৭০ জন তীর্থযাত্রী বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে পিস্তলসহ যুবক আটক “গোলাম মোস্তফা মডেল স্কুল এন্ড কলেজে” ভর্তি চলছে! বেনাপোল মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

বেনাপোলে কসাই মিজানকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ৮নং ওয়ার্ড ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমান (৪২) নামে এক কসাইকে জবাই করে হত্যা করে পালিয়েছে দূর্বোত্তরা।

শুক্রবার (২৯ শে আগস্ট) ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে মোঃ মিজানুর রহমান’কে নিজ বাড়ির ভিতরে দূর্বোত্তরা তার গলায় ধারালো ছুরি দিয়ে জবাই করে ফেলে রেখে যাই। পেশায় সে এক জন গরু ব্যবসায়ী এবং প্রতি শুক্রবারে তিনি কসাই এর কাজ করতেন। তবে রাত আড়াই টা থেকে ৪ টার মধ্যে তাকে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তার স্ত্রী বলেন, রাত আড়াইটার দিকে গরু জবাই করতে যাবে এজন্য ভ্যান চালক প্যাচিল এর বাইরে থেকে ডাকাডাকি করছে।উঠে বের হয়ে দেখে যে আমার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

এলাকাবাসী মোঃ ইউনুস আলী বলেন, মিজানুর রহমান এক জন গরু ব্যবসায়ী সে গরু কেনাবেচা করেন এবং সাপ্তাহিক গরু জবাই এর কাজ করেন, প্রতিদিনের ন্যায় যেহেতু আজ শুক্রবার ওর মহাজন ফোন দেন রাত আনুমানিক দুইটার দিকে, ফোন দেয়ার পর তার সাথে কথা হয়, তার পর থেকে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি, পরে ওর মাহজন তাকে আনার জন্য একটি ভ্যান পাঠিয়ে ছিলেন ওই ভ্যান চালক তার গেটে এসে ডাকাডাকি করেন, এক পর্যায়ে ডাকাডাকি করার পর যখন না ওঠে তখন ওর বড় ভাই জুলু ডাক শুনে উঠেন,পরে ভিতর থেকে একটি কান্নার আওয়াজ আসে যে মিজানুর আর নেই, পরে ভ্যান চালক ও তার বড় ভাই সহ বাড়ির ভিতরে ঢুকে দেখে যে মিজানুর জবাই করা অবস্থায় মাটিতে পড়ে আছে। আমাদের জানামতে মিজানুর একজন ভালো ছেলে, গ্রামে কারো সাথে কোন ঝামেলা নেই, এখন কিভাবে কি হলো,এটা একটা রহস্যময় হত্যাকাণ্ড বলে ধারণা করছি আমি। প্রশাসনের কাছে আমাদের দাবি এই হত্যাকান্ডের রহস্য খুঁজে হত্যা কারীদের বিচারের দাবি জানাচ্ছি।

ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল সদ্দার বলেন, মিজানুর এর ছোট ভাই রাত ৪ টার দিকে আমার কাছে ফোন দিয়ে বলে মিজানুরের কারা মেরেছে ওখানে যাওয়ার পর আমি থানায় খবর দিয়, পরে পুলিশ এসে তাদের বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখেন ও লাশের পাসে একটা ছুরি উদ্ধার করেন, এবং মৃতদেহটি ময়নাতদন্ত জন্য থানায় নিয়ে যান। তবে আমার মনে হচ্ছে এটা একটি রহস্যজনক মৃত্যু।

বেনাপোল পোর্ট থানার এসআই রাসেদ বলেন,রাত ৪টার সময় আমি থানা ডিউটি অফিসারের কাছ থেকে জানতে পারি, ছোট আঁচড়ায় একটা লাশ পাওয়া গেছে, পরে ঘটনাস্থলে এসে লাস্ট উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল মিয়া বলেন খবর পেয়ে লাশটি উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কাহারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা স্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ