নিউজ ডেক্সঃ নাইজেরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো রাজ্যে গতকাল রোববার নৌকাডুবিতে প্রায় অর্ধশতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। (তথ্য- দেশটির জরুরি সংস্থা)।
জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) এক বিবৃতিতে জানিয়েছেন, রোববার সকালে ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাজারে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। এরমধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এসময় নৌকায় থাকা বাকী যাত্রী এখনো নিখোঁজ রয়েছে।
দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা, জলপথে অতিরিক্ত যাত্রী ওঠানামা এবং দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে নৌ দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।