লায়ন্স বর্ষের মাল্টিপল ভাইস কাউন্সিল চেয়ারপার্সন মনোনীত হলেন: লায়ন মো: লুৎফর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

বিশেষ প্রতিনিধি: লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল কাউন্সিল চেয়ারপার্সন এর কার্যালয়ে গত ৩১শে জুলাই ২০২৪ইং সন্মানীত কাউন্সিল চেয়ারপার্সন ফারহানা বকস ও সন্মানীত কাউন্সিল অফ গভর্নরদের সম্মতিক্রমে মাল্টিপল জেলা ৩১৫ এর ২০২৪-২০২৫ লায়ন্স বর্ষের মাল্টিপল ভাইস কাউন্সিল চেয়ারপার্সন হিসাবে মনোনীত হয় লায়ন্স জেলা ৩১৫বি১ এর সদ্য প্রাক্তন সফল জেলা গভর্নর লায়ন মো: লুৎফর রহমান এম জে এফ।

উল্লেখ্য যে, লায়ন মো: লুৎফর রহমান ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কাশিমপুর গ্রামের অধিবাসী। ব্যবসায়ী লায়ন মো: লুৎফর রহমান এমজেএফ লায়ন জেলা ৩১৫বি১এর গভর্নর হিসাবে অত্যন্ত সফল ভাবে লায়ন বর্ষ ২০২৩- ২০২৪ পরিচালনা করেন।

একজন সফল ব্যবসায়ী, সফল গভর্নর এর পাশাপাশি OISCA International Japan, Bangladesh Chapter এর সম্মানিত ভাইস চেয়ারপার্সন, Bangladesh Nepal Friendship Society এর জয়েন্ট সেক্রেটারী হিসাবে কাজ করে যাচ্ছেন।

মাল্টিপল জেলা ৩১৫ এর সম্মানিত ভাইস চেয়ারপার্সন মনোনীত হওয়ায় তিনি কাউন্সিল চেয়ারপারসন ফারহানা বকস ও কাউন্সিল অফ গভর্নরস দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অর্পিত দায়িত্ব পালনে সকল লায়ন নেতৃবৃন্দ ও সদস্যগনের আন্তরিক সমর্থন ও সহযোগিতা কামনা করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ