ফরিদপুরে পাগলা ঘোড়ার কামড়ে সাংবাদিক সহ আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

এমএম জামান, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে সাংবাদিক সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন।৭ ঘোড়াটি যাকে পাচ্ছে তেড়ে গিয়ে কামড়াচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের ষ্টেশন রোড, কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। গত দুইদিনে পৌরসভার বিভিন্ন স্থানে ঘোড়াটির কামড়ে ও লাথিতে অন্তত ১০ জন আহত হয়। । এরা অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পৌর সদরের চতুল এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, গত দুই দিনে বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ বেশ কয়েকজন ঘোড়ার কামড়ে আহত হন। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকজনকে চিকিৎসা নিতে দেখা যায়। পরে বিষয়টি ছড়িয়ে পড়ে। পাগলা ঘোড়াটি বিভিন্ন স্থানে ঘুরছে আর সামনে যাকে পাচ্ছে কিছু বুঝে ওঠার আগেই লাথি ও কামড়ে আহত করছে।

প্রত্যক্ষদর্শী সাবেক পৌর কাউন্সিলর নিজাম উদ্দিন খান বলেন, কলেজ রোড থেকে শুরু করে চৌরাস্তাসহ পৌর সদরের বিভিন্ন স্থানে গত দুই দিনে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হন। ঘোড়াটি যাকে পাচ্ছে তেড়ে গিয়ে তাকেই কামড়াচ্ছে। ধারণা করা হচ্ছে ঘোড়াটিকে কোনো পাগলা কুকুরে কামড়ানোর পর ঘোড়াটিও পাগলের মতো আচরণ করছে।

ঘোড়ার কামড়ে আক্রান্ত সাংবাদিক কাজী হাসান ফিরোজ বলেন, সকালে বাড়ি থেকে প্রতিদিনের নেয় আজ ও হাঁটার জন্য রেলস্টেশনে যাচ্ছিলাম। পথিমধ্যে চৌরাস্তায় পৌঁছালে একটি পাগলা ঘোড়া দৌড়ে এসে কামড় দেয়। তাৎক্ষণিক লোকজন এসে আমাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি। তবে আক্রান্ত স্থানে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। আমার জানামতে আজ সকালেই ঘোড়ার আক্রমনে কমপক্ষে ছয় জন আহত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, সকালে ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন চিকিৎসা নিতে আসেন। আহতদের ব্যথানাশক ওষুধ ও টিটেনাস ইনজেকশন দেওয়া হয়েছে। আহতদের ভাষ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড়িয়েছে। যার কারণে ঘোড়াটি এমন আচরণ করছে।


এই ক্যাটাগরির আরো নিউজ