এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট বাজারে ফুটপাতে একটি চায়ের দোকানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কালু কাজী (৪৩) নামে এক চা দোকানীর মৃত্যু হয়েছে। নিহত কালু কাজী নড়াইল জেলার লোহাগড়া এলাকার হাসেম কাজীর ছেলে। কালু স্ব-পরিবারে বেনাপোল বড়আঁচড়া গ্রামে ভাড়া বাড়িতে বসবাস করতো।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৭ টার সময় বেনাপোল চেকপোস্টে কালু কাজী নিজের চায়ের দোকানের পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে তার চায়ের দোকান বিদ্যুতায়িত মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারান।দোকানের লোকজন তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চা দোকানের কর্মচারী আরিফ জানান, আমি চা তৈরি করার জন্য পানির কেটলিতে হাত দিই। সাথে সাথে আমার শরীর বিদ্যুৎ শর্ট লেগে দোকান মালিক কালু কাজীর গায়ের উপর পড়ি। এ সময় আমি এবং দোকান মালিক আহত হই। কিছু সময়ের মধ্যে আমি সুস্থ হয়ে গেলেও মালিকের জ্ঞান না ফেরায় তাকে স্থানীয় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার হয়।
এ বিষয় বেনাপোল পোর্ট থানার এসআই মানিক জানান, শুনেছি বিদুৎ স্পর্শ একজন চা দোকানদার মারা গেছে। তার পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করিনি।