রাজধানীতে অগ্নিকান্ডে নারী ও শিশুসহ ৪৩ জনের মৃত্যু  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডে অবস্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে অগ্নিকান্ডে নারী ও শিশুসহ ৪৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্ত্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

এঘটনায় ঢাকা মেডিকেল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আরও ২২ জন ভর্তি আছেন। এদের বেশির ভাগের শ্বাসনালী পুড়ে গেছে। তাদের অবস্থা অনেকটা আশষ্কাজনক।

ডা. সামন্ত লাল সেন বলেন, খবর পেয়ে দ্রুত চলে এসেছি। বার্ন ইনস্টিটিউটে এ পর্যন্ত ১০ জন মারা গেছে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ৩৩ জন।

আগুন লাগার খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ২ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা ৭৫ জনকে জীবিত উদ্ধার করে। ফায়ার সার্ভিসের সাথে উদ্ধার কাজে সহায়তা করেছে পুলিশ, বিজিবি, র‌্যাব, এনএসআই, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

এ ঘটনায় ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ