মিয়ানমারের ছোঁড়া গোলার আঘাতে বাংলাদেশে দু’জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪

নিউজ ডেক্সঃ আজ সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন বাংলাদেশি নারী, অন্যজন রোহিঙ্গা পুরুষ। মর্টার শেলটি ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরের ওপর এসে পড়ে।

নিহত নারী জলপাইতলী গ্রামের বাদশা মিয়ার স্ত্রী হোসনে আরা (৫৫)। নিহত রোহিঙ্গার নাম নবী হোসেন (৬৫)। তিনি বালুখালী আশ্রয়শিবিরের ৮-ই ব্লকের বাসিন্দা ছিলেন। তিনি হোসেনে আরার বাড়িতে ধানখেতে শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন।

সোমবার (৫ জানুয়ারি) এক ব্রিফিংয়ে কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোরশেদ আলম জানান, মর্টার শেলের আঘাতে দু’জনের মৃত্যুর ঘটনায় মিয়ানমার সরকারের কাছে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

তিনি আরও বলেন, এ ব্যাপারে বিজিবি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এখন পর্যন্ত সীমান্ত বন্ধ আছে। রোহিঙ্গা বা কোনো বিচ্ছিন্নতাবাদী এখন পর্যন্ত সীমান্ত অতিক্রম করেনি। সাধারণ নাগরিকদের নিরাপত্তায় বিজিবি সর্বোচ্চ সতর্ক আছে।সাধারণ মানুষকে সতর্ক থাকতে আহ্বান করা হয়েছে। আত্মরক্ষার্থে যেসব মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্য সীমান্ত অতিক্রম করেছে, তাদের ফেরাতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ