শিরোনাম:
ডিবি পুলিশের হাতে জামায়াত নেতা’কে হত্যার ঘটনায় ৫ জন গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি শাহিন ফরিদপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে গাছের চারা বিতরণ আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন  বেনাপোলে গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার  ফরিদপুরে যুবদল নেতা পরিচয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল পাকা স্থাপনা নির্মাণ বেনাপোলে কম্বল, শাড়ি, ফেন্সিডিল ও মদ সহ মেহেরাব পরিবহন জব্দ  সরকারের যেকোনো প্রজেক্টের পেছনে একটা সৎ উদ্দেশ্য থাকে- এসিল্যান্ড ফারজানা বিক্রমপুর প্রেসক্লাবের কমিটি গঠন

বেনাপোল ট্রাক টার্মিনাল নির্মাণ কাজে ভারতীয় বিএসএফের বাঁধা, কাজ বন্ধ ১১দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টঃ দেশের বৃহত্তর স্থলবন্দর যশোরের বেনাপোল সীমান্তের দেড়শ গজের মধ্যে স্থাপনা নির্মাণ করার অভিযোগ এনে স্থলবন্দরে নির্মানাধীন কার্গো ভেহিকেল ‘ট্রাক টার্মিনাল’- নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফলে ১১ দিন ধরে টার্মিনালটির নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এতে করে যথাসময়ে টার্মিনালটির নির্মাণ শেষ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, চলতি বছরের জুনে কার্গো ভেহিকেল ‘ট্রাক টার্মিনাল‘ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কাজটি শেষ হলে ভারত থেকে প্রতিদিন যেসব ট্রাক বন্দর দিয়ে প্রবেশ করবে সেগুলো ওই টার্মিনালে দাঁড়াতে পারবে। এতে করে বন্দরে পণ্য ও যানজট থাকবে না। পাশাপাশি সহজেই কার্গো ট্রাক থেকে পণ্য খালাসের কাজ করতে পারবেন বন্দর সংশ্লিষ্টরা।

তিনি আরও বলেন, সীমান্তের ১৬ একর জমির উপর নির্মাণাধীন টার্মিনালের কাজ বিএসএফের বাধায় বন্ধ রয়েছে। স্থলবন্দর কর্তৃপক্ষ, বিজিবি ও বিএসএফের যৌথ আলোচনার মাধ্যমে দ্রুতই নির্মাণাধীন অবশিষ্ট কাজ শুরু হবে বলে তিনি আশাবাদী।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, বিএসএফ কাজ বন্ধ করে দিয়েছে এ তথ্য জেনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ