এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, চলতি বছরের জুনে কার্গো ভেহিকেল ‘ট্রাক টার্মিনাল‘ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কাজটি শেষ হলে ভারত থেকে প্রতিদিন যেসব ট্রাক বন্দর দিয়ে প্রবেশ করবে সেগুলো ওই টার্মিনালে দাঁড়াতে পারবে। এতে করে বন্দরে পণ্য ও যানজট থাকবে না। পাশাপাশি সহজেই কার্গো ট্রাক থেকে পণ্য খালাসের কাজ করতে পারবেন বন্দর সংশ্লিষ্টরা।
তিনি আরও বলেন, সীমান্তের ১৬ একর জমির উপর নির্মাণাধীন টার্মিনালের কাজ বিএসএফের বাধায় বন্ধ রয়েছে। স্থলবন্দর কর্তৃপক্ষ, বিজিবি ও বিএসএফের যৌথ আলোচনার মাধ্যমে দ্রুতই নির্মাণাধীন অবশিষ্ট কাজ শুরু হবে বলে তিনি আশাবাদী।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, বিএসএফ কাজ বন্ধ করে দিয়েছে এ তথ্য জেনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।