এম রাসেল সরকার: লায়ন্স জেলা ৩১৫বি১ এর ২য় কেবিনেট মিটিং সম্পন্ন হয়। ২রা ফেব্রুয়ারী ২০২৪ ইং ঢাকার গুলশান ক্লাব এর ক্রিসটাল হল রুমে অনুষ্ঠিত হয়ে গেলো লায়ন বর্ষ ২০২৩-২০২৪ এর ২য় কেবিনেট মিটিং এর শুরুতেই মাননীয় জেলা গভর্ণর লায়ন মো: লুৎফর রহমান এম জে এফ গংগা বেল বাজিয়ে সভার শুভারম্ভ ঘোষনা করেন।
সভার এজেন্ডা অনুসারে জেলা কেবিনেট সেক্রেটারী লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন কে সভা পরিচালনা করার জন্য অনুমতি প্রদান করেন।
এজেন্ডা অনুযায়ী কোরআন থেকে তেলোয়াত, লায়নিজমের প্রথা অনুযায়ী লায়ন শপথ পাঠ, জাতীয় সংগীত কে সম্মাননা, লায়ন ও লায়ন পরিবারের যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের উদ্দেশ্যে শোক বার্তা প্রকাশ এবং পরবর্তীতে তাদের জন্য ও জেলা সকল লায়ন, লিও দের জন্য সকললে মিলে দোয়া ও মোনাজাত করা হয়। পরবর্তীতে এজেন্ডা অনুযায়ী সভার কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় জেলার প্রাক্তন জেলা গভনর্র ও আই ডি এনডোর্সী লায়ন নাজমুল হক পি এম জে এফ, সদ্যপ্রাক্তন জেলা গভর্ণর লায়ন শরিফ আলী খান এম জে এফ, ১ম ভাইস জেলা গভর্ণর লায়ন আশরাফ হোসেন খান হিরা এম জে এফ, ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন ড: এ কে এম সারোয়ার জাহান জামিল এম জে এফ, প্রাক্তন জেলা গভর্ণর ও ডিজি অনারারী কমিটি চেয়ারপারসন লায়ন বেনাজীর আহম্মেদ পি এম জে এফ। প্রাক্তন জেলা গভর্ণর লায়ন নুরুল ইসলাম মোল্লা, প্রাক্তন জেলা গভর্ণর লায়ন মজিবুল হক চুন্নু এম জে এফ, প্রাক্তন জেলা গভর্ণর লায়ন শফিকুল আজম ভূইয়া শোয়েব, প্রাক্তন জেলা গভর্ণর লায়ন এডভোকেট কাজী এখলাসুর রহমান।
প্রাক্তন জেলা গভর্ণর ও স্পাউস অফ ডিজি অনারারী কমিটি চেয়ারপারসন লায়ন হেলেন আক্তার নাসরিন পি এম জে এফ, প্রাক্তন জেলা গভর্ণর লায়ন দেওয়ান নাসিরুল হক পি এম জে এফ।
সভায় উপস্থিত থেকে পৃথক-পৃথক বক্তব্যে জেলার বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং জেলার মঙ্গল কামনায় তাদের মহা মুল্যবান দিগনির্দেশনা মাননীয় জেলা গভর্ণর প্রতি উপস্থাপন করেন,উক্ত সভায় জেলার ফাষ্ট লেডি অফ দি ডিস্ট্রিক্ট ও জেলা জি এম টি কো-অর্ডিনেটর লায়ন শিরিন আক্তার রুবি,১ম ভাইস জেলা গভর্ণর স্পাউস লায়ন ফাতেমা কাদির হুমা,২য় ভাইস জেলা গভর্ণর স্পাউস লায়ন রোজিনা শাহিন মুনা,নাসরীন স্পাউস অফ প্রাক্তন জেলা গভর্ণর নুরুল ইসলাম মোল্লা,লায়ন প্রফেসর ড: জুলেখা বেগম এম জে এফ স্পাউস অফ প্রাক্তন জেলা গভর্ণর লায়ন দেওয়ান নাসিরুল হক, লায়ন আরফিন আজিজ সারিকা স্পাউস অফ কেবিনেট সেক্রেটারী,লায়ন রোকশানা আক্তার রুমা স্পাউস অফ কেবিনেট ট্রেজারার সহ জেলার কেবিনেট এর আরো ২ শতাধীক সিনিয়র লায়ন সদস্য বৃন্দ।
পরিশেষে মাননীয় জেলা গভর্ণর লায়ন মো, লুৎফর রহমান এম জে এফ জেলার সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন তার মূল লক্ষ্য জেলার ফেলোশিপ, তিনি মনে করেন যেখানে ফেলোশিপ নেই সেখানে একত্রিত ভাবে কোন ভালো কাজ করাই সম্ভব নয়।
তাই সবাইকে নিয়ে একত্রে এভাবেই কাজ করে যাওয়া তার মূল লক্ষ্য। যেখা সার্থকতা পাবে তার কল Greater Fellowship, Better Service এর সফলতা ও সার্থকতা। মিটিং সমাপ্তীতে জেলা কেবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ আসাদুজ্জামান এর সকল উপস্থিত সদস্য উদ্দেশ্যে ধন্যবাদান্ত বক্তব্যের মধ্য দিয়ে মাননীয় জেলা গভর্ণর সভার পরিসমাপ্তি ঘোষনা করেন।