নৈতিকতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন ওসি তারিকুজ্জামান ও মুগদা ফাঁড়ি ইনচার্জ এ, কে আজাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪

এম রাসেল সরকার: রাজধানীর মুগদা, মানিকনগর, বালুর মাঠ, মান্ডা ও মদিনাবাগ এলাকায় মাদক সহ সকল রকমের অপরাধীদের উচ্ছেদ করতে কঠোর অভিযানে নির্দেশনা দিয়েছে মুগদা থানার ওসি তারিকুজ্জামান।

তার ধারাবাহিক অনুযায়ী মানিক নগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মো: এ,কে আজাদ মানিক নগর বালুর মাঠ এলাকায় জিরো টলারেন্স মাদক নির্মূল করার ঘোষণা দিয়েছে। মিডিয়া একটি অনুসন্ধানে উঠে এসেছে রাজধানীর মুগদা মান্ডা, মানিক নগর, সহ এলাকার প্রত্যেকটি গলিতে মাদক ব্যবসায়ীদের আটক করতে পুলিশ ফাঁড়ি ও থানার পুলিশ সদস্যদের কঠোর নির্দেশ দিয়েছেন এবং থানার ওসি ও মানিকনগর ফাঁড়ি ইনচার্জ থানার পুলিশ সদস্যদের সাথে থেকে মুগদা মান্ডা মানিক নগর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আটক করেছেন।

গত ২৯-০১-২০২৪ রাত ০৯.৪৫ সমায় মানিক নগর ফাঁড়ি ইনচার্জ এসআই মোঃ এ কে আজাদ নেতৃত্বে এক চৌকস পুলিশ বাহিনী এ এস আই মোঃ আব্দুল খালেক, কনস্টেবল মোঃ রবিউল ইসলাম, কনস্টেবল নূরে আলম, ও কনস্টেবল সাইফুল ইসলামসহ অভিযান পরিচালনা করে মানিকনগর ওয়াসা রোডস্থ মাদকের সম্রাটের গডফাদার নিজুর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ২৫০ পুড়িয়া (৭৫০গ্রাম )নেশাজাতীয় গাঁজাসহ আসামী মোঃ সিয়াম (১৮)’কে গ্রেফতার করেন।

এ সংক্রান্তে থানায় নিয়মিত মামলার রুজু করা হয়েছে। মুগদা থানা মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত রাখবে। কিছুদিন আগে ২২ জানুয়ারি থানার ওসি নির্দেশনা এসআই মামুন নেতৃত্বে এক চৌকস পুলিশ বাহিনী সোমবার সন্ধ্যা ৭/৪৫ মিনিটে রাজধানীর বিভিন্ন খানায় ২৩টি অস্ত্র ও মাদক মামলার আসামি মুগদা এলাকার কুখ্যাত মাদক সম্রাট মনজুর হোসেন নিজু ও তার সহকারী সহ ৩৫০ পিচ ইয়াবা ১ কেজি গাজা সহ মাদক বহন কারী একটি প্রাইভেট কার আটক করেন।

মুগদা এলাকার একজন বাসিন্দা বলেন মুগদা থানার ওসি তারিকুজ্জামান আসার পর মাদক সহ সকল রকমের অপরাধীদের আটক করতে কঠোর ভূমিকা রেখেছেন। মুগদা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। মানিকনগর এক বাড়িওয়ালা জানান মানিকনগর ফাঁড়ি ইনচার্জ এসআই একে আজাদ ফাঁড়িতে দায়িত্ব নেওয়ার পর থেকে জীবননগর গল্লিতে বখাটে ছেলেদের আড্ডা কমিয়ে দিয়েছে আমাদের মেয়েরা এখন একাই স্কুলে যেতে পারে আগের মতো ভয় করেনা।

মুগদা থানার ওসি তারিকুজ্জামান জানান এলাকার মুরুব্বী বাড়িওয়ালা ও সাংবাদিক মিডিয়া ভাইয়েরা আমাকে সহযোগিতা করবেন, আমি একজন আইনের সেবক আমার নৈতিক দায়িত্ব আমি যে এলাকায় দায়িত্ব থাকব সেই এলাকায় মাদক মুক্ত জুয়াড়ি কিশোর গ্যাং ও অসামাজিক কার্যকলাপ আমার জানা সত্বে আমার থানা এলাকায় করতে দেওয়া হবে না এই বিষয় এলাকার মানুষ এবং সাংবাদিক ভাইয়েরা আমাকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করলে মুগদা থানা কে একটি পরিচ্ছন্ন থানা উপহার দিব।

মুগদা থানা মানিকনগর ফাঁড়ির ইনচার্জ এসআই মো; এ কে আজাদ সাংবাদিকদের বলেন আমি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেছি মানুষের সেবা করার উদ্দেশ্যে।

আপনাদের সহযোগিতা থাকলে আমার এলাকায় কোন মাদক ব্যবসায়ী কোন ছাড় দেওয়া হবে না যে দলের হোক না কেন সে একজন মাদক ব্যবসায়ী সে নিকৃষ্ট একজন ব্যক্তি সমাজের। তবে আমার একা পক্ষে সম্ভব না যদি আপনারা আমাকে সহযোগিতা না করেন।আরেক মুগদা বাসিন্দা বলেন মুগদা থানার ওসি ও ফাঁড়ির ইনচার্জ খুব ভালো মানুষ কোনো অপরাধীকে সে ছাড় দেয়না মান্ডা এলাকায় মাদক সেবন কারী ও ব্যবসায়ী অনেক কমেছে।


এই ক্যাটাগরির আরো নিউজ