শিরোনাম:
যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতের বৌদ্ধ তীর্থে গেছেন ৭০ জন তীর্থযাত্রী বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে পিস্তলসহ যুবক আটক “গোলাম মোস্তফা মডেল স্কুল এন্ড কলেজে” ভর্তি চলছে! বেনাপোল মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

বিশ্বাসী মন ছাড়া সাংবাদিকতায় ভালো কাজ করা যায় না- রাসেল সরকার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪

স্টাফ রিপোর্টার: জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: রাসেল সরকার বলেছেন, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবো কোথা! এরকম অবস্থা বর্তমান সাংবাদিকদের। সৎ ও যোগ্য সাংবাদিক হতে হলে আগে ভালো মানুষ হতে হবে পড়াশোনা করে শিক্ষিত হয়ে তারপর সাংবাদিকতার সঙ্গে যুক্ত হওয়ার পরামর্শ দেন তিনি।
রাসেল সরকার বলেন, বর্তমান বাংলাদেশে সাংবাদিকতা নিম্নপর্যায়ে চলে গেছে নিম্নপর্যায়ের এই সাংবাদিকদের জন্য মেধাবী কেউ এই পেশার সঙ্গে যুক্ত হতে চায় না। কারণ কিছু নামধারী সাংবাদিক আছেন যারা মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেন। নিজের দলের পক্ষপাতিত্ব করে যেগুলো সাংবাদিকতার নীতিমালার বাইরে বলে।
শনিবার ২৭ (জানুয়ারি) শনিবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের সম্মান ও বেতন দিতে না পারলে শিক্ষিত ও মেধাবীরা এই পেশায় আসবে না জানিয়ে তিনি বলেন, সংবিধানে সাংবাদিকদের যে অধিকারের কথা বলা আছে সেই অধিকার আদায়ে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানাই।
তিনি আরও বলেন, বাংলাদেশের গণমাধ্যমের দিকে তাকালে আজ আমরা বুঝতে পারি সাংবাদিকরাই সাংবাদিকদের প্রধান শত্রু। যদি কেউ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করে তাহলে মুক্তভাবে সাংবাদিকতা করা সম্ভব না সাংবাদিকতায় মতাদর্শ থাকা জরুরি। বিশ্বাসী মন ছাড়া সাংবাদিকতায় ভালো কাজ করা যায় না। আজকে সাংবাদিকদের জন্য যে কালো আইন করা হয়েছে জাতির জন্য সেটি লজ্জাজনক।
একজন চতুর্থ শ্রেণির পিয়ন এর অর্ধেক বেতন পান সাংবাদিকরা জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের এই অবস্থার জন্য মেধাবী কেউ আর সাংবাদিকতায় আসতে চায় না। সাংবাদিকরা অনেক কম বেতন পায়। তাই অনেক সাংবাদিক টাকার বিনিময়ে কাজ করে। গুটিকয়েক এরকম সাংবাদিকের জন্য সবার নাম খারাপ হচ্ছে। এরকম চলতে থাকলে ভবিষ্যতে সাংবাদিকদের আর কেউ মূল্যায়ন করবে না।
সাংবাদিকদের জন্য সকল সুযোগ সুবিধা ধ্বংস করে ফেলা হয়েছে জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের শত্রু আমরা নিজেই। আমরা তেলবাজি করে অপরকে নিচু দেখিয়ে নিজে উপরে থাকতে চাই। এজন্যই সাংবাদিকরা দিন দিন নিজেদের সম্মান হারাচ্ছে। সাংবাদিকদের স্বার্থ নিয়ে কাজ করলে কোনো মিডিয়া সেগুলো প্রকাশ করে না।


এই ক্যাটাগরির আরো নিউজ