শিরোনাম:
ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে সেনাবাহিনী বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম বেনাপোলে ভ্রমন কর জালিয়াতিতে সেই শামিম আবারো আটক, জালিয়াতির সরঞ্জাম জব্দ থানায় সেবা প্রত্যাশীদের ভালো আচরণের মাধ্যমে জনমনে আস্থা ফিরিয়ে আনতে হবে- নবাগত পুলিশ সুপার বেনাপোলে মাদক নির্মূলে পুলিশের অভিযান, গাঁজা সহ আটক-১ ফরিদপুরে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও ইফতার মাহফিল ফরিদপুরে রাতের আধারে সড়কের গাছ কাটলেন আ’লীগ নেতা, জব্দ করলেন ইউএনও বোয়ালমারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শার্শার অগ্রভুলোটে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, বোমা ও গুলিবর্ষণ,আহত-২ বেনাপোলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 

সকলের সহযোগিতায় সড়কের শৃঙ্খলা ফেরাতে চায়: ঢাকা সড়ক পরিবহন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

এম রাসেল সরকার: রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে গণপরিবহন চালক এবং সহকারীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সভায় সড়কের শৃঙ্খলা, যানজট নিরসন, নিরাপদ যাতায়াত, যানবাহনের রক্ষণাবেক্ষণ নিয়ে বিস্তর আলোচনা করা হয়।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর গুলিস্তানের আহাদ পুলিশ বক্স সংলগ্ন একটি ফাঁকা জায়গায় ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম। তিনি বলেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বদ্ধ পরিকর। আমরা সংগঠনটির দায়িত্ব নেওয়ার পর থেকে নগরে যানজট কমাতে কাজ করছি। তবে এ সমস্যা সমাধানে মালিকদের একার পক্ষে সম্ভব নয়৷ এ জন্য গণপরিবহন মালিক, চালক, সহকারী এবং সংশ্লিষ্ট সবার সমন্বয় এবং সহযোগিতা প্রয়োজন। আর আমাদের আজকের এই ধরনের সচেতনতামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি ট্রাফিক বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, ‘সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে চালকদের মধ্যে আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলা এবং তাদের সচেতন করা অত্যন্ত জরুরি। সবাই মিলে কাজ করলে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।

আলোচনা সভায় ডিএমপি ট্রাফিক বিভাগ উত্তরের যুগ্ম পুলিশ কমিশনার আবু সুফিয়ান, মতিঝিল ও ওয়ারী জোনের উপ পুলিশ কমিশনার দেওয়ান মো. জালাল উদ্দিন, রমনা জোনের উপ পুলিশ কমিশনার শফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনা করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক কাজী জুবায়ের মাসুদ।


এই ক্যাটাগরির আরো নিউজ