এম রাসেল সরকার: লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি১ বাংলাদেশ এর অন্যতম একটি ক্লাব, লায়ন্স ক্লাব অফ ঢাকা বনানী মডেল টাউন কতৃক বরিশালের দূর্গাপুর হাজী মোবারক আলী দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে ৭ টি সার্ভিস প্রোগ্রাম সম্পন্ন হয়।
যার মধ্যে প্রায় ২০০০ লোকের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ১৩০০ জনকে দন্ত চিকিৎসা, ৭০০ জনকে ডায়বেটিস টেষ্ট,১২০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, বজ্রপাত থেকে রক্ষায় ২০০ টি তাল গাছের চারা রোপন, এলাকার বিভিন্ন জলাশয়ে ১০,০০০ দেশীয় মাছের পোনা অবমুক্ত, মাদ্রাসার এতিম বাচ্চাদের মাঝে ২ মাসের খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ৩১৫ বি১, বাংলাদেশ এর সম্মানিত জেলা গভর্ণর লায়ন মোঃ লুৎফর রহমান এমজেএফ।
আরও উপস্থিত ছিলেন ফাস্ট লেডি অফ দি ডিস্ট্রিক্ট লায়ন শিরিন আক্তার রুবি, কেবিনেট সেক্রেটারী লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন, তার স্ত্রী লায়ন আরফিন আজিজ সারিকা, কেবিনেট ট্রেজারার ও উক্ত লায়ন্স ক্লাবের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান লিটু, তার স্ত্রী রোকশানা আক্তার রুমা, জেলা রিজিওন হেডকোয়ার্টার লায়ন শাহানা মুজিব,জেলা রিজিওন চেয়ারপারসন নাসিমা আলম, রিজিওন চেয়ারপারসন ফাহামিদা বিউটি, লিও ক্লাব্স চেয়ারপারসন লায়ন মামুন আহম্মেদ, লায়ন মনোয়ারা বেগম, বনানী মডেল টাউন ক্লাবের সম্মানিত সদস্য লায়ন লুৎফর রহমান, লায়ন শাহনাজ পারভীন, লায়ন আরিফুজ্জামান চৌধুরী, লায়ন খালেদ মিলন, লিও জেলা সভাপতি লিও ইয়ারসিব হাসান ইয়াস, তার স্ত্রী লিও জুই আহমেদ, লিও জেলা সেক্রেটারী অরিত্র রহমান, লিও আজিজ, লিও ফারহান, লিও মাসুম,লিও আনিকা, লিও জারিক, আলফা লিও জাহিন সহ আরো বিভিন্ন লায়ন্স ও লিও নেতৃবৃন্দ।
এসময় উক্ত প্রতিষ্ঠানের সুপার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার বৃন্দ সহ এলাকার সেবাভোগী মানুষেরা বলেন এর আগে এভাবে বিনামূল্যে কোন সেবা তারা পায়নি,তাই মাননীয় জেলা গভর্ণর সহ তার সফর সঙ্গী সকলকে তাদের অন্তর থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান।
মাননীয় জেলা গভর্ণর সর্বোশেষ এলাকা বাসির উপলক্ষে বলেন, ইনশাআল্লাহ আগামীতেও এভাবেই আরো সেবামূলক কাজ নিয়ে অসহায় মানুষদের পাশে থাকবে, এখানেই তার কল “Greater Fellowship, Better Service” এর সার্থকতা বহমান।