বেনাপোলে দুই যুবকের মৃত্যু এলাকা জুড়ে শোকের মাতম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া আঃ আলিম  ও সাদীপুর গ্রামে আকাশ নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

কাজী আব্দুল আলিম (৩৫) সে বড় আঁচড়া গ্রামের আবু তাহের হুজুরের ছেলে ও মোঃ আকাশ (২৪) সাদীপুর গ্রামের মোঃ সাজ্জাদ হোসেনের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত সাড়ে ৭টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি-নাভারণ মহাসড়কে এক বেপরোয়া বাইসাইকেল চালককে সাইট দিতে গিয়ে সম্মুখে আসা বিজিবির একটি টহলরত গাড়িতে ধাক্কা লেগে স্পটেই তার মৃত্যু হয়। অপর দিকে আকাশ গত দু’দিন আগে শরীরে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়। সেখানে আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুই যুবকের দুটি তাজা প্রাণ হারিয়ে গোটা এলাকায় শোকের মাতম চলছে। মানুষের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।


এই ক্যাটাগরির আরো নিউজ