খুলনায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ খুলনার বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট বাসস্টান্ডের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে খুলনা-গৌরম্ভ সড়কের ভান্ডারকোট বাসস্টান্ডের পাশে একটি জলাশয় থেকে গলিত এই লাশ উদ্ধার হয়।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে একজন মস্তিস্ক বিকৃত ব্যক্তি বাসস্টান্ডে ঘোরা ফেরা করতো। রাতে নাইম সরদারের চায়ের দোকানের নিচে সে ঘুমিয়ে থাকতো। পাশেই ছিল জলাশয়। তবে অনেকেই মনে করেন, পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

ভান্ডারকোট পুলিশ ফাঁড়ির এসআই প্রভাস চন্দ্র সাহা জানান, সে কথা বলতে পরতো না। বয়স আনুমানিক ৪০-৪৫ হবে। পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জি আছে। লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ