শাহরুখ খান অভিনয় করতে জানেন না- মন্তব্য পাকিস্তানি অভিনেত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

বিনোদন ডেক্সঃ বলিউড বাদশাহ শাহরুখ খান নাকি অভিনয় করতে জানেন না। তবে তিনি একজন ভালো ব্যবসায়ী। তিনি নিজেকে কীভাবে বাজারজাত করতে হয়, ভালো জানেন।তিনি নিজেকে ভালো বেচতে পারেন। হয়তো তার ভক্ত ও পছন্দের মানুষরা আমার সঙ্গে একমত হবেন না। অনেক ভালো অভিনেতা আছেন, যারা ভালো অভিনয় করেও তার মতো সফল নন। এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহনুর বালুচ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানি অভিনেত্রী মাহনুর বালুচ বলেন, শাহরুখ খান দারুণ ব্যক্তিত্বের অধিকারী এটি ঠিক। কিন্তু সৌন্দর্যের মাপকাঠিতে ফেললে একেবারেই সুদর্শন নন। তবে তার একটা শক্তিশালী ব্যক্তিত্ব রয়েছে, আর রয়েছে একটি অদ্ভুত দ্যুতি। আর এ কারণেই তাকে সুন্দর মনে হয়। পৃথিবীতে অনেক সুন্দর মানুষ আছে যাদের কোনো অহংকার নেই।

পাক অভিনেত্রী মাহনুর বালুচের সাক্ষাৎকারের অংশটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে। তবে বক্তব্যের সঙ্গে বিন্দুমাত্র একমত হতে পারেননি, এমন অনেক মানুষ রয়েছেন।

এদিকে চলতি বছরের শুরু থেকেই বক্স অফিসে ঝড় তুলেছেন শাহরুখ। পাঠান,জওয়ান থেকে শুরু করে এবার ডাঙ্কি। বর্তমানে শাহরুখ খান ডাঙ্কির প্রচার শুরু করেছেন। চলতি বছর ২২ ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ডাঙ্কি ছবিটি।


এই ক্যাটাগরির আরো নিউজ