গাজার প্রাণকেন্দ্রে ঢুকে পড়েছে ইসরাইলি বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

আন্তজার্তিক ডেক্সঃ গাজা শহরেরে একেবারে প্রাণকেন্দ্রে ঢুকে পড়েছে তাদের সেনারা। এমনটিই দাবি করছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালেন্ট। তিনি আরও দাবি করেছেন, ইসরাইলি সেনারা স্থল, বিমান এবং সমুদ্রপথে একসঙ্গে হামলা চালিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, তাদের সেনারা গাজা সিটির ভেতরে অভিযান চালাচ্ছে। এসময় লোকজনকে দক্ষিণ দিকে সরে যাওয়ার আহ্বানও জানান নেতানিয়াহু।

এদিকে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরাইলি বাহিনীর বোমা হামলায় ১০ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে চার হাজারের বেশিই শিশু।

আবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাফাহ ক্রসিং দিয়ে ৪০০  জনেরও বেশি মার্কিন নাগরিক এখন গাজা ছেড়ে মিসরে গেছে। এর আগে, খান ইউনিস, রাফাহ এবং দেইর আল-বালাহ শহরে বিমান হামলায় অনেক মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, মার্কিন ও ইসরাইলি নেতারা সোমবার নিজেদের মধ্যে কথোপকথনের সময় মানবিক কারণে গাজায় ইসরাইলের হামলায় কৌশলগত বিরতি এবং জিম্মিদের সম্ভাব্য মুক্তির বিষয়ে আলোচনা করেছেন।

ওয়াশিংটন এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো শুরু থেকে ইসরাইল ও হামাসের সংঘাতে তেলআবিবকেই সমর্থন দিয়ে যাচ্ছে। এ নিয়ে সমালোচনার মুখেও পড়েছে বাইডেন প্রশাসন।


এই ক্যাটাগরির আরো নিউজ