শিরোনাম:
যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতের বৌদ্ধ তীর্থে গেছেন ৭০ জন তীর্থযাত্রী বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে পিস্তলসহ যুবক আটক “গোলাম মোস্তফা মডেল স্কুল এন্ড কলেজে” ভর্তি চলছে! বেনাপোল মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

হামাসের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে যা বললেন ইসরাইলি নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক নিউজ ডেক্সঃ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বন্দিদশা থেকে ১৬ দিন পর ইসরাইলি এক নারী মুক্তি পেয়েছেন। তিনি মুক্তি পাওয়ার পর গাজার সুড়ঙ্গে কাটানো ১৬ দিনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

ইয়োশেভেদ লিফশিৎজ নামে ৮৫ বছর বয়সি ওই নারীসহ আরও এক নারীকে সোমবার রেড ক্রসের হাতে তুলে দেয় হামাস যোদ্ধারা। এরপর তাকে নেওয়া হয় তেল আবিবের একটি হাসপাতালে। সেখানে সাংবাদিকদের কাছে তার জিম্মিদশার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

তিনি জানান, হামাসের জিম্মিকারীরা আমার সঙ্গে ও যারা জিম্মি আছে তাদের সঙ্গেও ভালো ব্যবহার করেছে। এখনো যারা জিম্মি তারাও ভালোভাবেই আছে।

তিনি আরও বলেন, গাজার যে সুড়ঙ্গের ভেতরে রাখা হয়েছিল, তার পরিবেশ বেশ পরিচ্ছন্ন। সেখানে ঘুমানোর জন্য মেঝেতে তোষক পাতা ছিল। গাজায় ধরে নেওয়ার সময় এক ব্যক্তি মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। সেখানে নেওয়ার পর তার চিকিৎসার ব্যবস্থাও করা হয়। আমরা যাতে সুস্থ থাকি সেজন্য তারা দুই-তিন দিন পর পর আমাদের সঙ্গে একজন করে চিকিৎসক থাকতেন। বন্দিদের জন্য প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা ছিল। নারী স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান আছে, এমন একজন নারীও ছিলেন সেখানে।

সুড়ঙ্গে বন্দিদশার মধ্যে তাদের কী খাবার দেওয়া হয়েছে, জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, হামাস যোদ্ধারা যা খায়, সেই একই খাবার, অর্থাৎ রুটি-পনির আর শসা।

বিবিসি জানায়, সোমবার সন্ধ্যায় রাফাহ সীমান্ত পয়েন্টে ইয়োশেভেদ লিফশিৎজের সঙ্গে ৭৯ বছর বয়সি আরেক নারী নুরিত কুপারকেও মুক্তি দেওয়া হয়। তবে ইয়োশেভেদ লিফশিৎজ মুক্তি পেলেও তার স্বামী ওদেদ (৮৩) এখনও বন্দি।

এর আগে যুক্তরাষ্ট্রের নাগরিক মা-মেয়েকে মুক্তি দিয়েছিল হামাস যোদ্ধারা।


এই ক্যাটাগরির আরো নিউজ