ইসরাইলি হামলায় গাজায় নিহত সাড়ে ৩ হাজার ছুই ছুই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

ডেক্স রিপোর্টঃ অবরুদ্ধ গাজা ভূখণ্ডে টানা প্রায় দুই সপ্তাহ ধরে গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি বিমান হামলা ও অভিযানে গাজা উপত্যকায় হামলার এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৭৮ জনে। আহত হয়েছেন আরও ১২ হাজারেরও বেশি ফিলিস্তিনি। হতাহতদের ৭০ শতাংশই নারী, শিশু ও বৃদ্ধ। ইসরাইল বাহিনীর আগ্রাসনে বাদ পড়েনি স্কুল ও হাসপাতাল।

আল-কেদরা জোর দিয়ে বলেন, ইসরাইলি বাহিনীর সংঘটিত গণহত্যার ধারাবাহিকতা জাতিগত নির্মূলের মতো কাজ এবং এটি ফিলিস্তিনি অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ।

এর আগে ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে মঙ্গলবার ভয়াবহ হামলা চালায় ইসরাইল। ওই এক হামলায় একসঙ্গে ৫০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলার শিকার শত শত ফিলিস্তিনি এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরো নিউজ