তুবা সমাজ কল্যাণ সোসাইটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

নিজস্ব সংবাদদাতা: এক ঝাঁক তরুণদের প্রেরণায় ২০১৪ সালে গঠিত হয় একটি সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন, যে সমাজে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন থাকে, সেই সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড কম হয়। সেই সমাজের শিশু-কিশোর ও তরুণরা মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূর থাকে।

আজ বৃহস্পতিবার ১২ অক্টোবর ২০২৩ ইং সবুজবাগ বাসাবো এলাকায় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন তুবা সমাজ কল্যাণ সোসাইটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় সভায় সংগঠনে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেন, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা আমাদের স্বপ্ন। আমরা চাই সমাজকে নতুন কিছু উপহার দিতে। আমাদের দেশে স্বেচ্ছাসেবী সংগঠন দিনদিন বৃদ্ধি পাচ্ছে। সমাজের তরুণরা স্বেচ্ছাসেবী কাজে এগিয়ে আসছে। তরুণরাই পারে সমাজকে বদলে দিতে।

অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল সরকার, ভাইস চেয়ারম্যান মোঃ মাসুদ হোসেন অনিক, ভাইস চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোঃ রাসেল সরকার, যুগ্ম মহাসচিব এস এম টিটু আহমেদ, যুগ্ম মহাসচিব মোঃ মাসুম ভূঁইয়া।

এ-সময় আরও উপস্থিতি ছিলেন, তুবা সমাজকল্যাণ সোসাইটির সাবেক মহাসচিব দ্বীন ইসলাম (সুমন সরদার) সহ অন্যান্য নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো নিউজ