মার্কিন ভিসা নীতিতে পুলিশ বাহিনীর ওপর কোনো প্রভাব পড়বে না-ডিএমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

ডেক্স নিউজঃ মার্কিন ভিসা নীতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর কোন প্রভাব পড়বে না, পুলিশ বাহিনীর কাজের গতিও কমবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ফারুক হোসেন। রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া কার্যালয়ে সাংবাদিকদের জানান ডিএমপির মুখপাত্র।

তিনি আরও বলেন, মার্কিন ভিসা নীতি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ব্যাপারে অ্যাপ্লাই করা হয়েছে। তবে তারা কারা এর কোন তালিকা এখনো পাইনি। পুলিশ আইনের মধ্য থেকেই তার দায়িত্ব পালন করে। ভিসা নীতি দায়িত্ব লনে কোন ব্যাঘাত ঘটবে না।

বাংলাদেশের নির্বাচন সুষ্ঠ ও অবাধ করার লক্ষ্যে গত ২৪ মে যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করে। একইভাবে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়াকে বাধাদানে দায়ী ও জড়িত ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর এসব ব্যক্তির মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্ষমতাসীন রাজনৈতিক দল ও বিরোধী দলের সদস্যরাও রয়েছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ