ট্রাকে বালি উঠানোর সময় চাপা পড়ে চালকসহ নিহত-৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ মঙ্গলবার (১২ সেপ্টম্বর)রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ি জেলার সদর উপজেলা চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাটের হান্নানের বালুর চাতাল থেকে ট্রাকে বালু উঠানোর সময় বালুর স্তুপ ভেঙে বালূর নিচে চাপা পড়ে তিন জন নিহত হয়েছে।

নিহতরা হলেন, বালুর চাতাল মালিক হান্নানের ভাই আঃ রহিম শেখ (৫৫), ট্রাকের ড্রাইভার রিমন আলী (২৭), ও বেকুর ড্রাইভার মারুফ শেখ (২০)।

স্থানীয়রা জানায়, জৌকুড়া ঘাট এলাকায় জনৈক সিদ্দীকের বাড়ির পাশে ব্যবসায়ী হান্নানের বড় আকারের বালুর চাতাল। প্রতিদিনের ন্যায় রাত সাড়ে ১০টার দিকে চাতালের ওপর থেকে ভেকু ১০ চাকার একটি ট্রাকে বালি ভর্তি করা হচ্ছিল। এ সময় হঠাৎ করেই বালুর স্তুপ থেকে বেকুসহ বালু নিয়ে ওই ট্রাকের ওপর পড়ে ঘটনাস্থলেই আঃ রহিম, ১০ চাকার ট্রাক চালক নিহত হয়।

রাজবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ রেজাউল করিম উক্ত ঘটনায় তিন জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরো নিউজ