ইউক্রেনের অধিকৃত অঞ্চলে ৪ লক্ষাধিক সেনা মোতায়েন রাশিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

নিউজ ডেক্সঃ ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে অধিকৃত অঞ্চলে চার লক্ষাধিক রুশ সেনা মোতায়েন করেছে এমনটিই দাবি করেছেন ইউক্রেনের ডেপুটি ইন্টেলিজেন্স চিফ ভাদিম স্কিবিটস্কি।

শনিবার কিয়েভের একটি সম্মেলনে তিনি এমন দাবি করেছেন। খবর এনডিটিভির।

ইন্টেলিজেন্স চিফ ভাদিম স্কিবিটস্কি বলেন, রাশিয়ান ফেডারেশন ক্রিমিয়াসহ অস্থায়ীভাবে দখলকৃত আমাদের অঞ্চলগুলোতে চার লক্ষ বিশ হাজারেরও বেশি সেনা মোতায়েন করেছে। তিনি আরও বলেন, ২০১৪ সালের মতো রাশিয়া এম মাস ধরে ক্রিমিয়া থেকে সক্রিয়ভাবে আক্রমণ শুরু করেছে। ক্রিমিয়াতে মোতায়েন করা ড্রোনগুলো আমাদের ইজমেল এবং রেনি বন্দরের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রোববার ভোরে রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী ও আশপাশের অঞ্চলে প্রায় দুই ঘন্টা ধরে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে।

তবে হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

গত বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া।


এই ক্যাটাগরির আরো নিউজ