আজ ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ আজ রোববার ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ১৯৯০ সালে ফ্রাঁসোয়া মিতেরার সফরের ৩৩ বছর পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের এটাই প্রথম বাংলাদেশ সফর।

ঢাকায় অবস্থিত ফ্রান্সের দূতাবাস বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এছাড়া বাংলাদেশে দ্রুত অর্থনৈতিক উন্নতি হচ্ছে। এই বাংলাদেশের পাশে থাকার ব্যাপারে ফ্রান্স অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি অঙ্গীকারবদ্ধ।এ সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশে ইন্দো-প্যাসিফিক বিষয়ে আলোচনা করবেন।

২০২১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্যারিস সফরের সময় যৌথ বিবৃতিতে ফ্রান্স ও বাংলাদেশ তাদের অংশীদারীর মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সম্পর্ক আরও জোরদারের কথা বলেছে। প্রতিরক্ষা সহযোগীতার আগ্রহের বিষয়ে দুই দেশ একটি পত্র স্বাক্ষরকে স্বাগত জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছেন, ২০২১ সালে ফ্রান্স বাংলাদেশে স্যাটেলাইট কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছিল। বাংলাদেশ এবার ওই সিদ্ধান্তকে স্বাগত জানাতে পারেন। এ ছাড়া ফ্রান্স কিছু উড়োজাহাজ বিক্রি করতে চায়। বাংলাদেশ দুটি কার্গো উড়োজাহাজসহ ১০টি এয়ারবাস কিনতে রাজি হয়েছে।

কুটনৈতিক সূত্রগুলো বলেছে, ফ্রান্স থেকে স্যাটেলাইট কেনার ব্যাপারে ম্যাখোঁর সফরে একটি চুক্তি হতে পারে। এবং ফ্রান্সের উন্নয়ন সংস্থা এএফডি থেকে বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ দেওয়ার বিষয়েও একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে। এছাড়াও ফ্রান্সের এয়ারবাস থেকে ১০টি এয়ারক্র্যাফট কেনা্র বিষয়ে প্রতিশ্রুতি দিতে পারে বাংলাদেশ। ইন্দো-প্যাসিফিক নিয়ে আলোচনার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশী শিক্ষার্থীদের বৃত্তির বিষয়ে শীর্ষ নেতাদের বৈঠকে আলোচনা হতে পারে। এছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ফ্রান্সের জোরালো ভূমিকা প্রত্যাশা করার কথা জানাতে পারে।

প্রেসিডেন্ট ম্যাখোঁ নয়াদিল্লি থেকে আজ সন্ধ্যার দিকে বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে আগামীকালই ফ্রান্সের প্রেসিডেন্টের ঢাকা ছাড়ার কথা রয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ