শিরোনাম:
জনগনের সেবায় জীবনকে উৎসর্গ করতে চাই- “শামসুদ্দিন মিয়া ঝুনু” যশোরে থার্টি ফাস্ট নাইট উদযাপন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার যশোরে ছেলে কর্তৃক পিতা হত্যার ঘটনায় ঘাতক ছেলে গ্রেফতার ফরিদপুরে গুনবহা প্রি-ক্যাডেট এন্ড মডেল হাইস্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ  টংগিবাড়ীতে রাতের আধারে বিআইডব্লিউটি এর জায়গা দখল করে ঘর তোলার অভিযোগ ফরিদপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি কবিরুল ইসলাম, সম্পাদক পিয়াল  বেনাপোলে আহত মাসুদের অপারেশনে ২য় দফায় আলোর পথে’র ব্যানারে নগদ অর্থ প্রদান বেনাপোল সীমান্তে শোয়েব বাহিনীর হাতে প্রতারনার শিকার প্রান গেল সেই পাসপোর্টধারীর বেনাপোলে আলোর পথে’র ব্যানারে গুরুতর আহত মাদ্রাসা ছাত্রকে নগদ অর্থ প্রদান  বেনাপোলের সর্ববৃহৎ ব্যবসায়ী সংগঠনের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ফরিদপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি কবিরুল ইসলাম, সম্পাদক পিয়াল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

এমএম জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর প্রেসক্লাবের ‌কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবের ‌বর্তমান সভাপতি কবিরুল ইসলাম ছিদ্দিকী, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহবুব হোসেন পিয়াল।
সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত নির্বাচনে ক্লাবের সদস্যরা তাদের নিজ নিজ ভোট প্রয়োগ করেন।
নির্বাচন শেষে বেসরকারি ভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৯৩ জন, মোট ৮৭ জন ভোটার তাদের ভোট  প্রয়োগ করেন।
 ভোট প্রয়োগের শতকরা হার ৯৩,৫।
 সভাপতি পদে ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ‌বর্তমান সভাপতি ‌কবিরুল ইসলাম সিদ্দিকী। নিকটতম প্রতিদ্বন্দ্বি তরিকুল ইসলাম হিমেল পেয়েছেন ২৪ ভোট।
 সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন সঞ্জীব কুমার দাস (প্রাপ্তভোট ৫২),  মোঃ আশরাফুজ্জামান দুলাল (প্রাপ্ত ভোট ৪৯, শেখ মনির হোসেন (প্রাপ্ত ভোট ৪৬)। সাধারণ সম্পাদক পদে  ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন  মাহাবুব হোসেন পিয়াল এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুল ইসলাম পিকুল পেয়েছেন ৩৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ‌ ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শেখ মো, মফিজুর  রহমান শিপন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার জাহিদ পেয়েছেন ৩৬ ভোট। অর্থ সম্পাদক পদে ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন খন্দকার আলী আরশাদ কাজল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাদাত হোসেন তিতু পেয়েছেন ৩৬ সদস্য পদে নির্বাচিত হয়েছেন এস এম জাহিদ (প্রাপ্ত ভোট ৫৭), মানিক কুমার দাস (প্রাপ্ত ভোট ৫৩),এস এম রুবেল (প্রাপ্ত ভোট ৫০), মোহাম্মদ জাহিদুল ইসলাম (প্রাপ্ত ভোট ৪৮), বিকে সিকদার সজল (প্রাপ্ত ভোট ৪৮),রুহুল আমিন (প্রাপ্ত ভোট ৪২)। এর আগে ৫ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হচ্ছেন দপ্তর সম্পাদক পদে এস এম মাসুদুর রহমান তরুণ, প্রচার ও সম্পাদক হিসেবে আবিদুর রহমান নিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পদের পদে বিভাষ দত্ত, তথ্যপ্রযুক্তি ও পাঠাগার সম্পাদক হিসেবে মুইজূর রহমান রবি, এবং ক্রীড়া সম্পাদক হিসেবে – শ্রাবণ হাসান।
আসন্ন এই প্রেসক্লাব নির্বাচনে ‌প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন ‌অত্র প্রেসক্লাবের সদস্য এম এ সালাম,এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সাংবাদিক  মঞ্জুয়ারা স্বপ্না ও হাসানুজ্জামান। ১ বছর পরে ফরিদপুর প্রেসক্লাবর এ নির্বাচন অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ