ফরিদপুরে আলহেলাল পত্রিকার ৩৩’তম পদার্পণে স্মৃতিচারণ ও মিলন মেলা অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

 এমএম জামান, ফরিদপুরে প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে মিডিয়াভুক্ত সাপ্তাহিক আল হেলালের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) সকাল  সাড়ে দশটায় বোয়ালমারী পৌরশহরের  আল-হেলাল স্কয়ারে স্মৃতি চারণ ও মিলনমেলা অনুষ্ঠানে পত্রিকাটির সম্পাদক রিজাউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি  সাংবাদিক এসএম ফয়েজ আহমেদ, সাপ্তাহিক বোয়ালমারী বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এড, কোরবান আলী, সাপ্তাহিক চন্দনা পত্রিকার সম্পাদক, কাজী হাসান ফিরোজ, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি, লিয়াকত হোসেন লিটন, আগামীর প্রত্যাশার সম্পাদক খুরশিদ আহমেদ সিকদার লিটু, সময়ের ভাবনার সম্পাদক এন কে বি নয়ন,,নিজাম নিজাম উদ্দিন খান, শিক্ষক ও কবি নারায়ণ চন্দ্র  সরকার,শিক্ষক, আব্দুল গপ্ফার   দৈনিক দিনকালের প্রতিনিধি আনোয়ার হোসেন, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি দীপংকর অপু, এ,এস এম রহমাতুল্লাহ দাদা ভাই, ঢাকা টাইমস প্রতিনিধি আমীর চারু বাবলু,  বাংলা টিভির বোয়ালমারী প্রতিনিধি খান মুস্তাফিজুর রহমান সুমন, দৈনিক খোলা চোখ পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি,এম,এম জামান, সাংবাদিক, নাজমুল হক, আলমগীর হোসেন, এসএম রুবেল, মুশফিক হোসেন, নয়া দিগন্ত পত্রিকার আলফাডাঙ্গা প্রতিনিধি মো, কোবাদ হোসেন, ভোরের কাগজের আলফাডাঙ্গা প্রতিনিধি কবির হোসেন, সাংবাদিক মো,আলমগীর কবির। মাহবুবুর রশীদ হেলাল প্রমূখ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট কবি,লেখক,  উপস্থাপক ও সাংবাদিক জাহিদ হোসেন চঞ্চল।


এই ক্যাটাগরির আরো নিউজ